Friday, January 27

poem / আজকের কবিতা না দু:খ না সুখ নমিতা চৌধুরী / nomita chowdhury


আজকের কবিতা

না দু:খ না সুখ

নমিতা চৌধুরী

এক একদিন সকালবেলা দু:খের কাপে ঠোঁট রাখি
এক একদিন সুখের
কারুর ফোন কিংবা খবরের পাতায় চোখ বুলিয়ে
এইরকমই একদিন শুরু
বিস্কুটের গুঁড়ো মিশে কাপের তলানিতে
অবশ্য দু:খ সুখ একাকার
বেমানান শাড়ি জড়িয়ে বেরিয়ে পড়ি
নির্দিষ্ট কোন ঠিকানায়
গায়ে মাথায় অজস্র শ্যাওলা নিয়ে ফিরে আসি
না দু:খ না সুখ
একটা অদ্ভুত খোলসের মধ্যে ঢুকে যেতে থাকি

প্রধান পাতায় ফিরুন  English

No comments:

Post a Comment