Tuesday, January 3

আজকের কবিতা / প্রথম বর্ষ সংখ্যা ৩১২


আজকের কবিতা
_____________________________________________________________________
অতুলপ্রসাদ সেন
বাংলা ভাষা

মোদের গরব মোদের আশা
আ মরি ! বাংলা ভাষা !
(ওগো) তোমার কোলে তোমার বোলে
কতই  শান্তি ভালোবাসা !

কি যাদু বাংলা গানে,
গান গেয়ে দাঁড় মাঝি টানে
গেয়ে গান নাচে বাউল
গান গেয়ে ধান কাটে চাষা .

এই ভাষাতেই নিতাই গোরা
আনল দেশে ভক্তি ধারা ;
আছে কই এমন ভাষা
এমন দু:খ শ্রান্তি নাশা .

বিদ্যাপতি , চন্ডী , গোবিন ,
হেম , মধু , বঙ্কিম , নবীন ,
এই ফুলেরই মধুর রসে
বাঁধল সুখে মধুর বাসা .

বাজিয়ে রবি তোমার বীণে
আনলো মালা জগত জিনে
তোমার চরণতীর্থে  মাগো (আজি)
জগত করে যাওয়া আসা .

এই ভাষাতেই প্রথম বোলে
ডাকনু মায়ে 'মা-মা ' বলে
এই ভাষাতেই বলবো 'হরি'
সাঙ্গ হলে কাঁদা হাসা.


 ১৮ পৌষ ১৪১৮ মঙ্গলবার ৩ জানুয়ারী ২০১২


প্রধান পাতায় ফিরুন 
English

No comments:

Post a Comment