আজকের কবিতা _________________________________________
নীলাঞ্জন কুমার
অ-কথা
স্তব্ধতার ভাষায় ঢুকে পড়ে
তিনি অপার্থিব বিস্ময়,
চিরকাল এভাবে ছুঁয়ে থাক.
অ-কথা গজায় , ফুঁসে ওঠে অগোচরে -
আড়ি পেতে শুনি.
গড়ি মন, প্রিয় পথে হাঁটি.
~~~~
মস্তি
আর কতদিন জড়িয়ে ধরবে উচ্ছ্বাস
ভোলাবে ব্যর্থতা;
ফুরিয়ে যাবার আগে নিজেকে গড়তে গড়তে
এ কেমন মস্তি!
অনেক জেনে ভেবে পা রাখতে গিয়ে
বুঝেছি শুন্যতার ভয়ংকর
ভুলভাল শব্দজাল কেটে কেটে কখন
দাঁড়িয়েছে নিজেরই সামনে.
মস্তিমন যতক্ষন ততক্ষন উচাটন
রক্তে;
ভাঙি গড়ি গড়ি ভাঙি .
~~~~~
পড়ুন. মন্তব্য লিখুন.
|
English
_______________________________________________________
No comments:
Post a Comment