Thursday, January 26

অন্ধকারের মৌতাত / সুদীপ্তা দত্ত

অন্ধকারের মৌতাত 


সুদীপ্তা দত্ত 


অন্ধকারের পর অন্ধকার 
হেঁটে হেঁটে তৈরী করছে
সুদীর্ঘ ছায়াপথ 
এই পথে আমারও আশ্রয় 
অন্ধকারের ভেতর আত্মা খুলে এনে 
দুদন্ড জিরোই 
এখানে ভয় নেই কোনো 
কারণ কেউ কারো 
ছায়ার গন্ধ পায় না 
ভারী গাড় এই অন্ধকারের মৌতাত 
শেষ রাতে আমি অন্ধকার মেখে আলো কুড়োতে থাকি 
এভাবেই কেটে যায় অনন্তকাল ......
প্রধান পাতায় ফিরুন  English

1 comment: