Thursday, January 19

iSociety/তথ্যসমাজ-এর অনুষ্ঠান

iSociety/তথ্যসমাজ-এর অনুষ্ঠান 
নিজস্ব প্রতিবেদন 
১৯.০১.২০১২ 

চতুর্দশ লিটল ম্যাগাজিন মেলায় আই-সোসাইটি/তথ্যসমাজ-এর নিজস্ব অনুষ্ঠান ছিল ১২ জানুয়ারী. আকাদেমি সভাঘর. দুপুর ১টা. বিশ্বের প্রথম বাংলাসাহিত্যের অনলাইন দৈনিক বাংলা-র বর্ষপূর্তি অনুষ্ঠান এটি. ছিল কবিতাপাঠ বক্তব্য নতুন বছরের পরিকল্পনা ঘোষণা অনলাইন লিটল ম্যাগাজিন আন্দোলনের কার্যকরী সূচনা কবিসাহিত্যিক ও লিটল ম্যাগাজিনের জন্য অনলাইন তথ্যপঞ্জি প্রকাশ ও আপডেট করার কর্মসূচি ঘোষণা ইত্যাদি. উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সৌমিত্র রায়. তিনি মঞ্চে ডেকে নেন সভা সঞ্চালনা ও সভাপতিত্বের জন্য নীলাঞ্জন কুমার ও প্রধান অতিথির আসন অলংকৃত করার জন্য  অঞ্জলি ভট্টাচার্যকে. তাঁদের সাগ্রহ সম্মতি ও আসনগ্রহনের মধ্য দিয়ে শুরু হয় সভার কাজ. বাংলা-র সূচনালগ্নের স্মৃতিচারনা করেন সৌমিত্র রায়. তিনি বলেন বাংলা-র যাত্রা শুরু হয় ১৫ জানুয়ারী ২০১১ সালে. গত বছর ঐ দিন ল্যাপটপের বোতাম টিপে বাংলার সূচনা করেন নাসের হোসেন. ঘোষণা ছিল ২০১২ সালের লিটল ম্যাগাজিন মেলায় অনুষ্ঠিত হবে বর্ষপূর্তি অনুষ্ঠান. ২০১২ তে মেলা কর্তৃপক্ষ আমাদের জন্য সময় নির্দিষ্ট করেছেন আজ ১২ জানুয়ারী. আর তাই আজই বাংলার বর্ষপূর্তি অনুষ্ঠান. এছাড়াও তিনি তথ্যসমাজ-এর বিভিন্ন কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন. (সেই বিষয়গুলি আমরা বিভিন্ন প্রতিবেদনে বিস্তারিত প্রকাশ করবো অন্যান্য সংখ্যায়.) অত:পর নীলাঞ্জন কুমারের সঞ্চালনায় শুরু হয় কবিতাপাঠ. কবিতাপাঠ করেন তৈমুর খান শুভঙ্কর চট্টপাধ্যায় পারভীন বানু নীলিমা সরকার পান্নালাল মল্লিক দিলীপ ঘোষরায় মুক্তিপ্রকাশ রায় সাক্ষী ঘোষহাজরা দেবাশিস সাহা গৌতম সাহা নন্দিতা ঘোষ অরুণকুমার মান্না সেঁজুতি ভট্টাচার্য্য অমিত কাশ্যপ ব্রততী ঘোষরায় অদীপ ঘোষ রাজু দাস অঞ্জলি ভট্টাচার্য্য নাসের হোসেন ও  নীলাঞ্জন কুমার. অঞ্জলি ভট্টাচার্য্য নাসের হোসেন ও  নীলাঞ্জন কুমারের বক্তব্য. বিভিন্ন কর্মসূচির ঘোষণা. অত:পর অনুষ্ঠানের সমাপ্তি. আমরা বিভিন্ন দিন বিভিন্ন প্রতিবেদনে সমস্ত বিষয়গুলির বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করবো.



No comments:

Post a Comment