Sunday, January 29

iPoems by Soumitra ROy


মশারির বাইরে

ঘুম। হঠাৎ ভাঙলো ৩টা ৪৬  রাত। বসেছি  খাটের উপরএলোমেলো। খাট  
এলোমেলো  আমি  কিছুটা গোছানো  
শ্বাসপ্রশ্বাস  গোছানো  আমার  মেয়ের  স্ত্রীর  
নাইট বাল্ব । জ্বলছে  টিউব লাইট  জ্বলছে  


বালিশ  তারপাশে কন্ডোমের প্যাকেট  ছেঁড়া  
কিছুই বলছে না  
বলছে না  কিছুই  টেবিলে জলের মগ   
শরীর বলছে  আরো একটু  অন্তত একবার  আরো   
আরো কিছুক্ষণ  


বাইরে পাখিরাও জাগলো  নানানভাবে ডাকছে  কথা  নানানভাবে  ভালো 
লাগছে । ভালো লাগছে না  মশা  আমি এখন  মশারির বাইরে  লিখছি  
এলোমেলো   কিছুটা গোছানো  


লিখছি  কানে বাজছে  উড়োজাহাজ  মুরগির ডাক  
সবথেকে বেশি  চোখ  নিভানো লন্ঠনে  তাকিয়ে আছে  
অন্যকিছু বলছে  বলছে  
কিন্তু বোঝা যাচ্ছে না  


রচনার তারিখ : ১৬ মার্চ ২০০৬  সময়: রাত ৩ টা ৪৬ 

No comments:

Post a Comment