Sunday, July 3

তথ্যচিন্তা ও তথ্যসাহিত্য

প্রশ্নোত্তরে আমাদের উদ্ভাবনী সাহিত্যচিন্তা
অংশ-১




// সাহিত্যে তথ্যচিন্তা বা iConcept কী ?

যে চিন্তাচেতনার মধ্য দিয়ে সাহিত্যে তথ্যের প্রাধান্যতথ্যসংরক্ষণ-এর ভাবনা,তথ্যবিনিময় এবং তথ্যউপস্থাপনার মধ্য দিয়ে আনন্দলাভের বিষয়টি প্রাধান্যপায় তা- সাহিত্যে তথ্যচিন্তা বা iConcept

// তথ্যসাহিত্য / iসাহিত্য কী ? 
তথ্যচিন্তা বা iConcept- পরিপূর্ণ সাহিত্য- হল তথ্যসাহিত্য / iসাহিত্য 

// এই তথ্যসাহিত্য / iসাহিত্য কয়ভাগে ভাগ করা হয়? কী কী ?                                                                    লিখনপদ্ধতি  সেইসাপেক্ষে সৃষ্ট বৈশিষ্টের উপর ভিত্তিকরে  ভাগে বিভক্ত ।
pসাহিত্য ২> eসাহিত্য 

// pসাহিত্য ও eসাহিত্য বলতে কী বোঝায় ?


pসাহিত্য
যে সমস্ত তথ্যসাহিত্য / iসাহিত্যের লিখনপদ্ধতি চিরাচরিত কাগজ-পেন। এবং প্রকাশমাধ্যম হিসেবে প্রধান্য পায় ছাপা কাগজ মাধ্যম তা-ই পি-সাহিত্য। তবে যেহেতু এই সাহিত্য গুণাবলিতে তথ্যচিন্তা বা iConcept- পরিপূর্ণ। এই সাহিত্য তথ্যসাহিত্য।

eসাহিত্য
যে সমস্ত তথ্যসাহিত্য / iসাহিত্যের রচনা ও প্রকাশ-প্রচারমাধ্যম কম্পিউটার-ইন্টারনেট সেসব ই-সাহিত্য


একটু বিস্তারিত
ইতিহাস ঘাঁটলে দেখা যাবে লেখার মাধ্যম হিসেবে মানুষ ব্যবহার করেছে বিজ্ঞানের ক্রমবিবর্তিত অবদানকেই। শিলালিপি<ভুর্জপত্র<কাগজ ...যখন নতুন যে মাধ্যম বিজ্ঞান তুলে দিয়েছে মানুষের হাতে। মানুষ তা-ই স্বাচ্ছ্যন্দে গ্রহণ করেছে। আর বিজ্ঞানের সর্বসাম্প্রতিক অবদান হল কম্পিউটার ।সামনে মনিটর সাথে কি-বোর্ড মাউস ধরে মনইচ্ছা লেখা যায়। আর কোটি কোটি পাঠকের কাছে পৌছে দেওয়া যায় ইন্টারনেটের মাধ্যমে। নিমেষে। 
তবে যুগসন্ধিক্ষণে চিরকালই একটা সমস্যা থাকে। দীর্ঘদিন ধরে একটা মাধ্যমে অভ্যস্ত ব্যক্তিরা নতুন মাধ্যমে মননিবেশ করতে বেশ অস্বস্তি বোধ করেন। নতুন মাধ্যমের সমালোচনা করতেও পিছপা হন না। যেমনটা ঘটছে এই সময়ের সাহিত্যিকমহলেও।হয়তো দেখা যাবে আমাদের পশ্চিমবঙ্গে প্রতি ৫০০ জন কবিসাহিত্যিকের মধ্যে ১ জন মাউস কি-বোর্ডে সাহিত্য রচনা করছেন। সংখ্যাটা হয়তো আরো কম।আর সামান্য কিছুসংখ্যক প্রচারমাধ্যম হিসেবে ইন্টারনেট ব্যবহার করছেন।আর আমাদের মতো যৎসামান্য ২/৪ জন রচনা ও প্রকাশ-প্রচারমাধ্যম হিসেবে কম্পিউটার-ইন্টারনেটকেই বেছে নিয়েছি। এর পাশাপাশি আমরা অনেকেই যেমন মাউস কি-বোর্ডে লিখি, আবার তেমনই কাগজ পেনও অন্যতম মাধ্যম হিসেবে থাকছে। এসব কথা মাথায় রেখেই এই দুই ভাগ।      চলছে... 


// চ্যাট মোড/ Chat Mode কী?


চ্যাট মোড/ Chat Mode হল এই যুগ/ i-যুগ-এর অন্যতম প্রধান এক লিখনরীতি। যেখানে প্রচলিত ব্যকরণের বাইরে দাঁড়ি(।) / কমা(,) / কিংবা স্পেস-এর / শুন্যতার( ) ব্যবহার লক্ষ্যনীয়। বিস্তারিত পড়তে ক্লিক করুনঃ  লিখনরীতি চ্যাটমোড।


// ব্রাউজ মোড / Browse Mode কী?
ব্রাউজ মোড / Browse Mode হল এই যুগ/ i-যুগ-এর উন্মুক্ত  লিখনরীতি।যার সৃষ্টিতেও সুনির্দিষ্ট  কোনো ব্যকরণ নেই , কোনোসময়ই থাকবে না । লেখকের মনের ভাব প্রকাশের ইচ্ছাই প্রধান।বিষয় বা নতুন লিখনরীতি বা অন্যকিছুর নিত্যনতুন উপস্থিতির যথার্থ জমি এই ব্রাউজ মোড / Browse Mode  । বিস্তারিত পড়ুন...... লিখনরীতি ব্রাউজ মোড ।

sms-সাহিত্য কী?
sms-সাহিত্য হল একধরনের ই-সাহিত্য।স্বতন্ত্র এক সাহিত্যধারা।এখানে পরিস্কার করে নেওয়া ভালো যে এস-এম-এস-এ কবিতা লেখা হয় বা গল্প লেখা হয়।কিন্তু যা কবিতা তাতো কবিতাই।গল্প তো গল্পই।এস-এম-এস এই যুগে সৃষ্ট স্বতন্ত্র স্বমহিমায় উজ্জ্বল এক সাহিত্যধারা।   বিস্তারিত পড়ুন...

চ্যাটসাহিত্য কী?
এই তথ্যপ্রযুক্তিযুগে সৃষ্ট আরো এক স্বতন্ত্র স্বমহিমায় উজ্জ্বল  সাহিত্যধারা চ্যাটসাহিত্য।

তথ্যপ্রযুক্তি। তথ্যসাহিত্য। iযুগ। iসাহিত্য।

আধুনিক নয়। উত্তরাধুনিক নয়। নতুন নয়। এটা তথ্যপ্রযুক্তির  যুগ। i যুগ। এই সময় তথ্যসাহিত্যের / iসাহিত্যের। প্রায় ১ দশকধরে একথা বলছি। তবে এই বলাটা কমই করেছি। 'কথায় না বড় হয়ে কাজে' গুরুত্ব বেশি দিয়েছি। এবং পাক্ষিক বা মাসিক নয়। সাহিত্যের কাজে - সাহিত্যে উদ্বাভনী চিন্তায় মগ্ন আছি প্রতিদিন । প্রতিমুহুর্তে।বিশ্বব্যপি ছড়িয়ে থাকা প্রায় ৮০০ মোবাইল ব্যবহারকারীর কাছে পৌছে দিই । প্রতি সপ্তাহে।প্রতিদিন ঘুম ভাঙলেই চোখ রাখুন www.isociety.co.in/bangla তে।'প্রত্যেক সূর্যোদয়ের সাথেই। কবিতা। নিত্যনতুন।'-শুধু স্লোগান নয়। কাজে করে দেখাই। রাজপথ থেকে গ্রাম-মফস্বলের ছোটখাটো রাস্তার ধারে বিজ্ঞাপনের হোর্ডিং দেখুন।খবরের কাগজের শিরোণাম পড়ুন,পড়ুন বিজ্ঞাপন,আমাদের স্বপ্নের উজ্জল উপ্সথিতিঃ


'সবাই দেখছে। আমার দেখায়।
কথায়। আমার। বলছে কথা।'
( বিস্তারিত পড়ুন/ব্লগ/লিখনরীতি চ্যাটমোড )


শতক শুরু,দশকের শুরুতে।যে ইচ্ছা মনে মনে পোষণ করতাম - তার এত সফল রূপায়ণ আমাকে উৎসাহিত করেছে । উৎসাহিত হচ্ছি। তাই এখন মনে হচ্ছে শুধু কাজ করে দেখানো নয়। সে প্রসঙ্গে কিছু বলারও প্রয়োজন আছে । তাই আমার এই ব্লগ। এই কথাচর্চার সূচনা। এখন বারবার মনে হচ্ছে আত্মপক্ষসমর্থনে কথা বলাটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ।