আধুনিক নয়। উত্তরাধুনিক নয়। নতুন নয়। এটা তথ্যপ্রযুক্তির যুগ। i যুগ। এই সময় তথ্যসাহিত্যের / iসাহিত্যের। প্রায় ১ দশকধরে একথা বলছি। তবে এই বলাটা কমই করেছি। 'কথায় না বড় হয়ে কাজে' গুরুত্ব বেশি দিয়েছি। এবং পাক্ষিক বা মাসিক নয়। সাহিত্যের কাজে - সাহিত্যে উদ্বাভনী চিন্তায় মগ্ন আছি প্রতিদিন । প্রতিমুহুর্তে।বিশ্বব্যপি ছড়িয়ে থাকা প্রায় ৮০০ মোবাইল ব্যবহারকারীর কাছে পৌছে দিই । প্রতি সপ্তাহে।প্রতিদিন ঘুম ভাঙলেই চোখ রাখুন www.isociety.co.in/bangla তে।'প্রত্যেক সূর্যোদয়ের সাথেই। কবিতা। নিত্যনতুন।'-শুধু স্লোগান নয়। কাজে করে দেখাই। রাজপথ থেকে গ্রাম-মফস্বলের ছোটখাটো রাস্তার ধারে বিজ্ঞাপনের হোর্ডিং দেখুন।খবরের কাগজের শিরোণাম পড়ুন,পড়ুন বিজ্ঞাপন,আমাদের স্বপ্নের উজ্জল উপ্সথিতিঃ
'সবাই দেখছে। আমার দেখায়।
কথায়। আমার। বলছে কথা।'
( বিস্তারিত পড়ুন/ব্লগ/লিখনরীতি চ্যাটমোড )
শতক শুরু,দশকের শুরুতে।যে ইচ্ছা মনে মনে পোষণ করতাম - তার এত সফল রূপায়ণ আমাকে উৎসাহিত করেছে । উৎসাহিত হচ্ছি। তাই এখন মনে হচ্ছে শুধু কাজ করে দেখানো নয়। সে প্রসঙ্গে কিছু বলারও প্রয়োজন আছে । তাই আমার এই ব্লগ। এই কথাচর্চার সূচনা। এখন বারবার মনে হচ্ছে আত্মপক্ষসমর্থনে কথা বলাটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ।
'সবাই দেখছে। আমার দেখায়।
কথায়। আমার। বলছে কথা।'
( বিস্তারিত পড়ুন/ব্লগ/লিখনরীতি চ্যাটমোড )
শতক শুরু,দশকের শুরুতে।যে ইচ্ছা মনে মনে পোষণ করতাম - তার এত সফল রূপায়ণ আমাকে উৎসাহিত করেছে । উৎসাহিত হচ্ছি। তাই এখন মনে হচ্ছে শুধু কাজ করে দেখানো নয়। সে প্রসঙ্গে কিছু বলারও প্রয়োজন আছে । তাই আমার এই ব্লগ। এই কথাচর্চার সূচনা। এখন বারবার মনে হচ্ছে আত্মপক্ষসমর্থনে কথা বলাটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ।
No comments:
Post a Comment