Tuesday, January 3

প্রিয় পাঠক/ প্রথম বর্ষ সংখ্যা ৩১২

১৮ পৌষ ১৪১৮ মঙ্গলবার ৩ জানুয়ারী ২০১২
প্রিয় পাঠক

বিভিন্ন দেশের বিদেশ মন্ত্রক বাংলা ভাষার জন্য যেসব পরিষেবা দিয়ে থাকে. তার মধ্যে রেডিও পরিষেবা অন্যতম. লন্ডনের বি বি সি, আমেরিকার ভি.ও.এ., কিংবা জার্মানির ডয়চে ভেলে , প্রত্যেকেই আগে পশ্চিমবঙ্গের জন্যও বেতার পরিষেবা চালু রেখেছিলেন. কিন্তু বর্তমানে সবাই এদেশের জন্য একটি একটি করে সব পরিষেবাই বন্ধ করে দিচ্ছে. বিষয়টি 
পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য যথেষ্ট অসম্মানজনক. হয়তো আমরাই একমাত্র সংস্থা যারা দীর্ঘ কয়েক বছর ধরে এসবের প্রতিবাদ জানিয়ে আসছি. আপনারা আমাদের ছাপা পত্রপত্রিকাতেও বিষয়টি লক্ষ্য করেছেন নিশ্চয়. বিষয়টিকে আমরা আরো গুরুত্ব সহকারে উপস্থান করছি. এই সংখ্যাতেও বিদেশী এই সব সংস্থার অসম্মানজনক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করছি. ভবিষ্যতে আরো বিস্তারিত লিখবো. যাইহোক আজ মতি নন্দীর মৃত্যুদিন . আজকের কথায় তাঁকে স্মরণ করছি. পাশাপাশি আজ থাকছে অতুলপ্রসাদ সেন-এর  বাংলা ভাষা কবিতাটি. অপেক্ষায় থাকছি আপনাদের মতামতের.
প্রধান পাতায় ফিরুন 
English

No comments:

Post a Comment