Friday, January 13

আজ ২৮ পৌষ ১৪১৮ শুক্রবার ১৩ জানুয়ারী ২০১২/মৃত্যু: অরুণকুমার সরকার , হরিচরণ বন্দোপাধ্যায়



________________________________
আজকের কথা 
আজ ২৮ পৌষ ১৪১৮ শুক্রবার ১৩ জানুয়ারী ২০১  
মৃত্যু: অরুণকুমার সরকার , হরিচরণ বন্দোপাধ্যায় 


 অরুণকুমার সরকার: জন্ম ১৯২১ সালে কলকাতায়. তিনি ছিলেন কবি ও প্রবন্ধিক. কবি আলোক সরকারের অগ্রজপ্রতিম অরুণকুমার দীর্ঘদিন ছিলেন কবিতা পত্রিকার সহসম্পাদক. পঞ্চাশের আরো কবিতা পড়ুন আন্দোলনের অন্যতম উদ্যোক্তা. আজ তাঁর মৃত্যুদিন. ১৯৮০ সালের আজকের দিনে (১৩ জানুয়ারী ) তাঁর মৃত্যু হয়.

হরিচরণ বন্দোপাধ্যায়: রবীন্দ্রনাথের সান্নিধ্যে ধন্য  হরিচরণ বন্দোপাধ্যায় ছিলেন বিশিষ্ট অনুবাদক ও আভিধানিক. বঙ্গীয় শব্দকোষ প্রকাশ তাঁরই কীর্তি. জন্ম ১৮৬৭ সালে চব্বিশ পরগনায়. মৃত্যু: ১৯৫৯ সালের আজকের দিনে.   
________________________________________________________

No comments:

Post a Comment