আজকের কবিতা
__________________________________________________________________________________________ সৌমিত্র রায়
সিংহপুর নভেম্বর ৩০ সন্ধ্যা ৭টা ৪২ >অধরা সময়,অধরা অতাত্মাবিন্ধু
অতিক্রম করে অনেক কিছুই অতীত হয়ে যায়,একটা স্বপ্নের রেনু ছুঁয়ে অন্য
স্বপ্ন আসে,আবার স্বনাবিন্দু কখনো বা সময়কে নাড়িয়ে যায়,তার
কাম্পনরেখা থেকে বিচ্ছুরিত অহংকার শুষে নিয়েছে ব্যব হৃত পলিপ্যাক,তার
ঢেউ ছুঁয়ে যায় লোডশেডিং আর মোমবাতি আলো,একটু অন্য কথা : যে
সমস্ত শব্দ ভাষা কিংবা বক্তব্যকে আমাদের বোধশক্তি আড়ালমুক্ত করার
উৎকণ্ঠায় চেতনাতে নাড়া দেয়, সেই সবই তো কবিতা, আবার কবিতায় :
এই মুহুর্তে কোথাও কোনো ঘুমের গন্ধ নেই, নেই অচেতন কল্পনাও,কোথায়
কোনো দূরবর্তী স্থানে বসবাস করে কথাকলি আর অরুনিমা, নেই, তবুও
তাদের অনুপস্থিতির উপস্থিতি তফাৎ খোঁজে স্বপ্ন এবং আলোর গতিপথের,
পথ নেই অথচ পথিকের ঘামগন্ধ ছাড়িয়ে আছে বাতাসে, ক্লান্ত বাতির শিখায়
জড়িয়ে আছে ঠিকেয় ধানকাটা-ধানতোলা দিনমজুরের শ্রমচিহ্ন, সেইসব চিহ্ন
ধরে অতীতকে জানতে চাই, জলন্ত মোমের বাতি, গলে পড়ছে মোম আর
শিখার আগুনে পুড়ে যাচ্ছে অন্ধকার, সত্যিই কি পুড়ে যাচ্ছে,কিচ্ছু বোঝা
যায় না, শুধু বোঝা যায় সমযের ছাল চমড়ায় পোড়া দাগ,কালো .
হিজিবিজি কাব্যগ্রন্থের থেকে
প্রধান পাতায় ফিরুন
English
No comments:
Post a Comment