Tuesday, January 10

প্রিয় পাঠক


প্রিয় পাঠ
  
আগামীকাল থেকে শুরু হচ্ছে চতুর্দশ লিটল ম্যাগাজিন মেলা. প্রতি বছরের মতো এবারো সূর্যোদয়ের সাথেসাথেই  আমরা পৌঁছে যাবো বাংলা আকাদেমি চত্তরে. এবার আমাদের মূল প্রচার 'অনলাইনে লিটল ম্যাগাজিন আন্দোলন' কর্মসূচি . আমদের পত্রিকার অনুষ্ঠান ১২ জানুয়ারী দুপুর ১ টায়. আকাদেমি সভাঘরে. ঐদিন 'বাংলা' ১ বছর পূর্ণ হচ্ছে. বিশ্বের প্রথম সাহিত্যের অনলাইন দৈনিকের ১ বছর নিয়মিত প্রকাশ কম কথা নয়. কিন্তু এর জন্য ঢাকঢোল পিটিয়ে অন্যের দৃষ্টি আকর্ষনও আমদের স্বভাববিরুদ্ধ. আমরা কাজ করে যাচ্ছি নিভৃতেই. আমাদের কাজ সংবাদপত্রের পাতায় আত্মপ্রচার নয়. তারা যদি সংবাদ সংগ্রহে অপারক হন সেই ব্যর্থতার দায়ও আমরা নিতে রাজি নই. আমরা সফলতা পাচ্ছি তরুণ কবিসাহিত্যিকদের ও আগ্রহী অগ্রজদের নিয়মিত অংশগ্রহণে. আমরা প্রতিদিনই পেয়ে চলেছি নতুন নতুন কবিতা, আর মাঝেমধ্যেই নতুন নতুন মুখ. যাইহোক ঐদিন বাংলা কবিসাহিত্যিকদের কাছে অত্যন্ত গৌরবের দিন. সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি.
আজ উন্মুখ পত্রিকার সম্পাদক নীলাঞ্জন কুমার-এর জন্মদিন. 
নীলাঞ্জনদা যেমন আমাদের অত্যন্ত কাছের মানুষ, তেমন বাংলাকবিতার জগতেও একটি উল্লেখযোগ্য নাম. তিনি একাধারে কবি, অন্যদিকে উল্লেখযোগ্য সম্পাদক. তিনি দীর্ঘ বারো বছর ধরে প্রকাশ করে চলেছেন 'উন্মুখ' পত্রিকা. জন্ম ১৯৫৯ সালের আজকের দিনে. নীলাঞ্জনদার জন্মদিনে রইল তথ্যসমাজের অজস্র শুভেচ্ছা. আমরা তাঁর সুস্থ কর্মময় দীর্ঘ জীবন কামনা করি. আজকের কবিতা বিভাগে থাকছে তাঁরই ২টি কবিতা. 



 
প্রধান পাতায় ফিরুন 
English

No comments:

Post a Comment