প্রিয় পাঠক
বেজিং থেকে চীন আন্তর্জাতিক বেতার ডাকযোগে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন. গতকাল কলকাতা থেকে ফিরে এসে হাতে পেলাম পার্সেল. তার ভেতর সুদৃশ্য শুভেচ্ছাপত্র. পকেট ক্যালেন্ডার. আর তাঁদের বাংলা পত্রিকা 'পুবের জানালা.' খুব ভালো লাগলো এসব হাতে পেয়ে. চীন থেকে প্রকাশিত বাংলা পত্রিকা আমি পেয়ে আসছি আজ প্রায় ১৭-১৮ বছর ধরে. 'পুবের জানালার' ২/২০১১ সংখ্যাটি সম্পুর্ন রঙিন আর্ট পেপারে ছাপা. বাংলা বিভাগের প্রধান ছাই ইউয়ে-র 'সম্পাদকের কথা ' অংশে জানতে পারলাম গত ২০১১ সাল ছিল চীন আন্তর্জাতিক বেতার-এর প্রতিষ্ঠার ৭০ তম বার্ষিকী. দেরিতে হলেও আমাদের প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে রাখলাম আপনাদের. চীন আন্তর্জাতিক বেতার-এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক - এই কামনা করি.
No comments:
Post a Comment