Saturday, January 14

কয়েকদিন বিভিন্ন পত্রিকার স্টলে ওয়েবসাইট বানানোর


২৯ পৌষ ১৪১৮ শনিবার  ১৪ জানুয়ারী ২০১২ 

পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি চত্ত্বরে চলছে চতুর্দশ লিটল ম্যাগাজিন মেলা .আমাদের স্টল নং : ১৬৫ .
 
১২ জানুয়ারী সাড়ম্বরে পালিত হল বাংলা-র বর্ষপূর্তি অনুষ্ঠান . আকাদেমি সভাঘরে .  সভাপতিত্ব করলেন নীলাঞ্জন কুমার , প্রধান অতিথির আসন অলংকৃত করলেন অঞ্জলি ভট্টাচার্য. আড্ডা আলোচনা কবিতাপাঠে ভরে উঠলো সভাঘর. 
বিস্তারিত প্রতিবেদন পড়ুন  ১৭ জানুয়ারী .   

প্রিয় পাঠ
কয়েকদিন বিভিন্ন পত্রিকার স্টলে ওয়েবসাইট বানানোর অফার নিয়ে যাওয়ার পর এক নতুন অভিঙ্গতা হল আমার. প্রায় প্রত্যেকের কাছেই বিষয়টির প্রতি আগ্রহ লক্ষ্যনীয়. আমার সাথে ছিলেন নীলাঞ্জন কুমার. তিনিও বিষয়টি বারবার চিহ্নিত করছিলেন. আবার দুএক জন যাদের ওয়েবপেজ আছে তারাও আগ্রহী. তারা আগ্রহী কারণ বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র ডোমেন রেজিস্ট্রেসন ও স্পেস কিনে হোমপেজ পিডিএফ-এ বানানো ছাড়া খুববেশী অগ্রগতি হয়নি বলে তারা জানাচ্ছেন. সাহিত্যের ইয়ার বুক-এ তালিকাভুক্ত  বিভিন্ন ওয়েবসাইট গুলি খুলতেগিয়েও বিষয়টি আমার নজরে এসেছে. এমনকি  এখান থেকে পাওয়া একটি ওয়েবপেজ খুলতেই দেখা গেলো পর্ন ছবি. কিছু অশ্লীল কথাবার্তা. এছাড়া আর কিছুই নেই . এটা আমার কাছে খুব কষ্টদায়ক হয়েছে. যাইহোক আমাদের অনলাইন লিটল ম্যাগ আন্দোলনের পরিচয়পর্বেই মানুষের চিন্তাচেতনাকে যে আন্দোলিত করেছে অদূর ভবিষ্যতে এই আন্দোলনের সাফল্যের পূর্বাভাস বলে মনে হয়.  

No comments:

Post a Comment