আজকের কবিতা ____________________________________________________
সন্ধান
দু:খানান্দ মণ্ডল
কোলাহলের মধ্যে খুঁজে বেড়াই ......
জনস্রোতে চোখ রেখেছি বারংবার
আদিবাসী নৃত্যে মেতে ওঠা উন্মাদের ভিড়ে
নি:স্পলক দৃষ্টিগুলো চোখে ভাসে.
ক্লান্ত শরীর চেয়ার ধরেছে
আমপাতার ফাঁক দিয়ে রাস্তাটা চেনা যায় ;
অনেক স্মৃতি , না বলা কথাকে ভাবায়
পায়ের শব্দ ওঠে - হারিয়ে যায় স্মৃতি !
তোমাকে খুঁজি অবচেতন মনে
অঘ্রানের শিশির ভেজা ধানের মাউশিপালায় .......
|
No comments:
Post a Comment