Monday, January 2

সাংস্কৃতিক খবর বিশাল ভদ্র

সাংস্কৃতিক খবর
বিশাল ভদ্র

বনানী পত্রিকার কবিসভা: পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির জীবনানন্দ সভাঘরে (১৪ ডিসেম্বর ২০১১) ছিল বনানী পত্রিকার "ছয় কবির কথায় " শীর্ষক পত্রিকার বিশেষ সংখ্যার প্রকাশ এবং আলোচনা ও কবিসভা. উদ্বোধক ছিলেন কবি উত্পলকুমার বসু.বিশিষ্ট অতিথি ছিলেন সজলরঞ্জন মাইতি, অধিকর্তা কলকাতা দূরদর্শন . আলোচনায় ছিলেন সুমিতা চক্রবর্তী, সুজিত সরকার. স্বামী সুনিশ্চিতানান্ন্দ ও সুব্রত ছা*টুই -এর কাব্যগ্রন্থ প্রকাশ হয়. উপস্থিত ছিলেন ২১ জন সুধীজন ৫৫ জন কবি. ৩ জন আবৃত্তিশিল্পী. পুরো অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করেন সঞ্চালক অমৃতেন্দু মণ্ডল.


Main Page

No comments:

Post a Comment