Monday, January 2

প্রিয় পাঠক,

প্রিয় পাঠক,
মাঝরাতে বৃষ্টি হল কিচ্ছুক্ষন. আবার ভোরের আলো ফোটার আগেই শুরু হল এই শীতের প্রথম বৃষ্টি. শীত অনেকটা কমে গেছে. এবার হয়তো জাঁকিয়ে পড়বে আবার. বাংলার ক্ষেতখামারে এখন আলু জমিতে মাটি দেওয়ার পর্ব . অনেক অনিশ্চয়তার মধ্য দিয়েই এখন চাষীদের জীবন কাটছে. যাইহোক কেউতো থেমে থাকতে পারে না. সুতরাং জীবন সংগ্রাম চলতেই থাকে. বৃষ্টির রিনিঝিনি শব্দ কানে আসছে এখনো. সাতসকালে যারা আমাদের ওয়েবপেজে চোখ রাখতে চলেছেন, তাঁদের জন্য আজও থাকছে  একগুচ্ছ উপহার. আজকের কথা .আজকের কবিতা. সাংস্কৃতিক খবর.
আজকের কবিতায় আজ থাকছে আমাদের নিয়মিত বন্ধু অঞ্জন চক্রবর্তীর কবিতা.
আশাকরছি সবটাই ভালো লাগবে আপনাদের. ভালোলাগা বা না লাগা, মতামত পরামর্শ অভিযোগ সবটাই লিখে জানান আমাদের.
আপনাদের মূল্যবান মতামতই আমাদের আগামী দিনের পথনির্দেশিকা.

No comments:

Post a Comment