আজকের কবিতা
সৌমিত্র রায়
নড়ছে সুতো
ছুঁচের পোঁদে সুতো । কাঁথা । সেলাই হচ্ছে । ব্রাত্য জীবন । এফোঁড় ওফোঁড় । জীবন । নতুন হচ্ছে । জানালা খোলা । হাওয়া । চাঁদ । তালগাছের ফাঁকে ।
তালগাছের ফাঁকে । ইদুর ।
তালগাছের ফাঁকে আলো । রাত । তালগাছের ফাঁকে ।
তালগাছের ফাঁকে সিঁড়ি । ফাঁক। ওঠানামা ।
দেখা । ভাবা । শোনা । নড়ছে পাতা । শুকনো ।
নড়ছে সুতো । হাওয়ায় ।
নড়ছে আঙুল । নড়ছে চোখ । হাত । নড়ছে না ।
মাথা । নড়ছে না ।
কাল দোলপূর্ণিমা । কাল ঘেঁটুপুজোও । কাল চালকলাই ভাজা । রং ।
কাল । ভোটের জন্য ছুটি বাতিল । কাল । সকাল । আজ রাত । সিঁড়ি । ফাঁকা।
রচনার তারিখ : ১৪ মার্চ ২০০৬ সময়: সকাল ৯ টা ৫৪ মি
No comments:
Post a Comment