Saturday, October 22

Bengali / আ-ক / সৌমিত্র রায়



হিজিবিজি

সৌমিত্র রায়

সিংহপুর    ২৭-২-২০০৪ >>  তেপাকা উনানে আগুন তিনভাগ 
হয়ে যায়,তাদের বিভক্ত উত্তাপ ছুঁয়ে যায় তিনটে ধানের হাঁড়ি কিংবা মাকেও, 
জ্বাল দেওয়ার কাঠি সবার জন্য সমান, যেমন মা সমস্ত ছেলেমেয়েদের প্রতি 
সমান, যখন উনানের ধোঁয়া অদূর শূন্যতায় মিলিত হয় সেসময় হাঁড়ির শ্বাসবাষ্প 
তাদের অনুসরণ করে, খামারের শূন্য বুকে সবকটি  হাঁড়ির ধান একসাথে শুকনো 
হয়, আছড়ে পড়ে সূর্যের রোদ সেও তো সেই মিলনেরই গান গায়, অথচ হাঁড়িতে 
জমা কালি মিলতে পারে না, আলো হয়ে বাঁচতে পারে না একসাথে।

হিজিবিজি কবিতার বই থেকে
--------------------------------------------

No comments:

Post a Comment