সৌমিত্র রায়
স্টিভ জোবস
আমার কাছে পৃথিবীটা অনেকটা apple-এর মতো।
পুরো গোল নয়।দুদিকে চ্যাপ্টা।
আমাদের কাছে পৃথিবীটা অনেকটা apple-এর মতো।
আধখাওয়া।
apple
মানে আপেল >মানে
স্টিভ জোবস >মানে
পৃথিবী
এই সুস্বাদু আপেলেই তো অমরত্ব বিসর্জন
আদম-ইভস ও আমাদের
আমাদের কাছে পৃথিবীটা এখন
স্টিভ জোবস-এর
মতো।
স্টিভ জোবস।
স্টিভ জোবস।
স্টিভ জোবস।
তোমার মৃত্যু মিশে থাকলো...অনন্ত...অসীমে...
আদম-ইভস ও আমাদের পরম্পরায় থেকে গেল
সুস্বাদু
apple
সকাল ৬ টা ৫৫ মিনিট
--------------------------------
No comments:
Post a Comment