সৌমিত্র রায়
পিপড়েরা হেঁটে যায়। হাঁটে।
তাদের পিলপিল পায়ে জড়িয়ে থাকা আনন্দ। এগিয়ে নিয়ে যায়। জীবন।
জীবনের আনন্দ। দুঃখ। এক সাথে-পাশাপাশি হাঁটে।
তাদের দৃষ্টি চেনে পথ। অগ্রদূতের পদচিহ্ণ আঁকা।
নেই একলা চলার অভ্যেস।
নেই আমাদের মতো-আমাকে আমার মতো থাকতে দাও-বলে কোলাহল।
জানি তাদের গন্তব্য।
ঠোঁটে আর পিঠে থাকে খাবারের বোঝা। আমি ওদের চোখের মণি খুঁজি।
চোখ। হয়তো সেথায় পাবো তা। যা আমি খুঁজে চলেছি আজন্ম।
No comments:
Post a Comment