অনির্বাণ পাল-এর কবিতা
দেবী
যেখানে দাঁড়িয়ে আছি সবই শূন্যতা যেন!
পারলে পরিধি ভাঙার সাহস দাও
ফিরিয়ে দিচ্ছি এই দুঃক্ষ এই আনন্দ
তবুও প্রথা ভাঙার নিয়মে তোমার প্রতীক্ষায়
গ্রামের গন্ধে যেগে উঠছে হাওয়া
সেই হাওয়ায় শহুরে তোমাকে ভেঙে-
জেগে উঠছে মায়ের মতো দেবী......
No comments:
Post a Comment