২১ অক্টোবর ২০১১
চ্যাটি পোয়েম
গোবর জলের ছড়া
হাঁস ডাকছে । ঝোড়ায় চাপা । ডাকছে । মোরগ । খিল খোলার শব্দ । নাছদরজায় ।
ডাকছে আলো । ডাকছে সকাল । ভাঙছে ঘুম । নিঃশব্দে ।
গোবর জলের ছড়া । হাঁচি । শব্দ হচ্ছে ।
এক সাথে । হাত-মুখ-নাক ।
একসাথে ।
গৃহস্থ বধূ । গৃহস্থ সকাল ।
নাম না জানা পাখির ডাক । পুকুরে গাঁতি দেওয়ার শব্দ ।
হাইতোলার শব্দ ।
হাই তুলছে । প্রতিদিন । পাখি ডাকছে । প্রতিদিন । ঘুম ভাঙছে।
প্রতিদিন । প্রতিদিনই খিল খোলার শব্দ । গৃহবধূ।
প্রতিদিন গোবর জলের ছড়া ।
৩১-৩-২০০৬ সকাল ৫টা ১৫
No comments:
Post a Comment