সৌমিত্র রায়
সাতসকালের
সাতসকালের কাজ।ব্যাগ ধরো।বাজারে যাও।
ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাও।এই তো?
এর থেকে।এর থেকে আরো ভালো এইসবই।
বাজারে বেজার না হয়ে ঠিকঠাক কেনাকাটা করা।
বাচ্চাদের সানন্দে স্কুলে নিয়ে যাওয়া।
পারলে।মনে মনে নিজেও প্রার্থণায় মননিবেশ করা।
মনে মনে উচ্চারণ।
বাচ্চাদের মতো একবেলা সহজ সরলভাবে বাঁচা।
বেশ ভালো হয় এইসব।
------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment