হিজিবিজি । আবার
সৌমিত্র রায়
ব্রাত্য একটি টুথব্রাশের থেকে।
দাঁতে জড়িয়ে থাকা। সারা রাতের স্বপ্ন। দুঃস্বপ্ন। ভোরের ফ্যান্টাসি। সেক্স।
মুহুর্মুহু জাবর কাটা। এপাশ ওপাশ। পাশবালিশ।
না দেখা রাতচরা।
বলাই বোস্টমের গান। তারাখসা ভোরে।
একটি ব্রাশ ইন্ডাস্ট্রির অনেক। অনেক শ্রমিক। কিছু মালিকের। ঘুম।
আরাম।
আরাম। ঘুম। আরও কত কী। সরিয়ে নিতে। নিতে। লিখছি। কবিতা।
কবিতা লিখছি। ব্রাত্য একটি। টুথব্রাশের। পাশে। বসে।
কবিতা। ব্রাত্য। একটি টুথব্রাশ।
২৬-১১-২০০৮ রাত ১১টা৭/ সিংহপুর
প্রথম প্রকাশঃ i সাহিত্য / ১৭ জানুয়ারি ২০০৯
No comments:
Post a Comment