সৌরভ বন্দ্যোপাধ্যায়ের কবিতা
মা-কে
আরও কিছুটা পথ গেলে তোমাকে পাব
আরও কিছুটা পথ গেলে তোমাকে হারাব
আরও কিছু দিতে গেলে মিলিয়ে যাও যদি...
আকাশ ভেসে বেড়ালেও
কী
ফিরেটি আসবে না!
v
ইস্কুল
মা তো নেই।
ভাই ইস্কুলে। বাবা পুজোয়।
আমি এখন সংসার পাহারা দিচ্ছি...
v
নির্বাসিত
নির্বাসনে থাকতেই আমি বেশি পছন্দ করি
ছবি-টবি তোলাতে আগ্রহী নই আর;
শুধু
ভালোবেসে, কেউ আব্দার করে বললে
ভেবে দেখি...
বিগত কয়েকবছর সে-রকম কোনও ছবি নেই আমার।
v
ঋণ
এভাবেই তো পথ চলতে হয়
এভাবেই তো পথে হাঁটতে হয়
এভাবেই তো যেতে-যেতে
ফিরতে হয় সমে...
এভাবেই গান বাঁধতে হয়
এভাবেই, এভাবেই ঋণী থাকতে হয়
একটি দিনেরও কাছে!
No comments:
Post a Comment