মিলি সেনগুপ্ত
মুগ্ধ হই
কয়েকটি পায়রার চোখ । চাউনি । ডানা । ডানার নড়ন ।
বক-বকম ডাক । বারান্দার এক কোণের তাকে । তাদের বাস ।
আমার মুগ্ধতায় । সম্পৃক্ত ।
আমি মুগ্ধ হই । আমাকে মুগ্ধ করে পৃ্থিবী
প্রথম প্রকাশঃ 6-6-11
-----------------
No comments:
Post a Comment