Tuesday, September 27

নিখিলকুমার সরকার // মহালয়ার ভোর


নিখিলকুমার সরকার
গ্রাম ও ডাকঘরঃ দৌলতাবাদ
মুর্শিদাবাদ
পশ্চিমবঙ্গ   পিন- ৭৪২৩০২  মোবাইল ন ং- ৯৪৭৪৩২০০৩৮








নিখিলকুমার সরকার-এর কবিতা

রোমিং

দৃশ্য ক

মোনালিসা নট রিচেবল- ও এখন
চোরাবালির ডেনজার জোন পেরিয়ে ওর ঝাউগাছের কাছে

সেই কবে বয়ঃসন্ধি পর্যটন... ...ঝাউয়ের স ংগে
নিজেকে নিয়ে খেলতে খেলতে মোনালিসাও
রহস্যময় সমুদ্র ঢেউ... ... 

উন্মত্তপ্রায় সেই প্রথমদিনে ভেসে গেলে সাঁতারপোশাক
স্বপ্নসৈকতের নিষিদ্ধ নির্জনতায় এই ঝাউয়ের সবুজ আগুন
নিষিক্ত মোনালিসার সর্বাঙ্গে নুন
শুষে নিয়েছিল


দৃশ্য খ

মোনালিসা ও তার ঝাউগাছ নেটওয়ার্কের বাইরে... ...

এখন স ংখ্যাতীত শব্দের ঢেউ ক্রমাগত আছড়ে পড়ছে
দু-জনের মধ্যবর্তী জমে থাকা শূন্যতায়
উত্তাল শব্দের ডুবজলে
ওরা একদেহে সাঁতার কাটছে,মেতেছে অবগাহনে

সমুদ্র ওদের দেখেও, মুচকি হাসিতে ভান করছে না দেখার


দৃশ্য গ

চির-অপূর্ণতা বুকে নিয়ে মোনালিসা ফিরে যাচ্ছে... ...

পর্যটনশেষে এভাবে ফিরে যেতেই হয় - যাবার সময়ওর দু-চোখ বেয়ে আবার ফিরে আসার স্বপ্ন
ঝরে পড়ছে ছলছল - বিহ্বল ঝাউয়ের
শাখাপ্রশাখা,পাতায় পাতায়

গড়িয়ে নামছে শেকড়ে

 
দৃশ্য ঘ

সতর্ক ঝাউ সামুদ্রিক টান এড়িয়ে
মোনালিসাকে পৌছে দিচ্ছে নেটওয়ার্ক নিরাপত্তায়

সেলফোনে রি-ডায়াল করতে করতে উদ্বিগ্ন ওর বেডপার্টনার
ট্যুরিস্ট লজের বিষণ্ণ করিডরের শূন্যতায়
ক্রমেই তলিয়ে যাচ্ছে

বিকেলের ঢেউয়ের পাশাপাশি হাঁটছে ওরা সোনালি সৈকতে... ...
ঝাউ বলছেঃ মোনালিসা, ওই শোনো অশান্ত রিংটোন
প্লিজ,এবার ফোনটা রিসিভ করো... ...আমি যাই


দৃশ্য ঙ

মোনালিসার ফেরার অপেক্ষায় ওর বেডপার্টনারের মতোই
চঞ্চল হয়ে উঠেছে - সমুদ্র থেকে অনেক দূরে
ঘরের দেওয়ালে রেখে আসা

ওর শূন্য ফ্রেমটিও

No comments:

Post a Comment