বিশাল ভদ্র-এর কবিতা
কিছুই ইচ্ছে মতো নয়
দলা পাকিয়ে একটুকরো কাগজ খুব টিপ কোরে
জানলার দুটো গরাদের ফাঁক দিয়ে বাইরে ফেলার
জানলার দুটো গরাদের ফাঁক দিয়ে বাইরে ফেলার
জন্য ছুঁড়ে দিলাম। ল ক্ষ্যভ্রষ্ট হলাম। কুড়িয়ে নিয়ে
আবার ছুড়লাম । একই রেজাল্ট । কি ব্যাপার-
এইটুকু পারবো না ? গোঁ চেপে গেল।পারতেই হবে।
আমি পারবো। অন্য কাজ ছেড়ে এ কাজেই মন
দিলাম। পাখির চোখ। আবার ছুড়লাম। আবার।
এবং প্রতিবারই কোন না কোন গরাদে
ধাক্কা খেয়ে ফিরে এল। আমার কাছে।শেষে
ধৈর্য হারিয়ে রেগেমেগে কাগজের দলা পাকান
টুকরোটা ছুঁড়লাম একটা গরাদকে লক্ষ্য কোরে
এবারও পারলাম না।ছোট্ট টুকরোটা গরাদে না
লেগে, তার পাশ দিয়ে ঘ রের বাইরে চলে গেল
যা চাইছিলাম তাই হল, আমার ইচ্ছা মতো নয়।
kobita ti amar khub khub bhalo laglo Bishal da.
ReplyDelete