Wednesday, September 28

আজকের কবিতা /// সৌমিত্র রায়


সৌমিত্র রায়


নিয়মিত সূর্যোদয়।এলোমেলো আলো।

আমার এলোমেলো বই।বেশ আছে এলোমেলোত্বে।
সাতসকালের জল ছুঁয়িয়ে বাসিভাব মুছে ফেলা চোখ-মুখ।ব্রাশ না করা দাঁত।
সূর্যের প্রথম আলো স্পর্শের প্রতীক্ষায় থাকা ত্বক।এলোমেলোত্বে সই।
খাপছাড়া মেঘেদের নীচে।আমার ল্যাপটপ।কুড়িয়ে নিচ্ছে এলোমেলো ভাষা।
যা সত্যিই কি শুধু দায় সারা !! নাকি তার থেকে বেশি কিছু?

এ ভাষাই তো চলে আসবে দু-মলাটের ভেতর।
আমি তো এভাবেই খ্যাত।
সবাই যখন মিল খুঁজে।আমি।অমিলের সৌন্দর্যে থাকি মেতে।

চারপাশের ঘুমন্ত শরীরগুলো টপকে।তাইতো আমিই -  সূর্যের প্রথম আলো গায়ে মাখতে
ছাদে আসি।কদম আর শিরিষের ফাঁক দিয়ে আলো আসবে

ডালপাতায় নড়াচড়া।নিয়মিত সূর্যোদয়।এলোমেলো আলো।


.........

No comments:

Post a Comment