মহালয়ার ভোর///তথ্যসমাজ থেকে
www.isociety.co.in/mahalayarvor
www.isociety.co.in/mahalayarvor
এসেছে।শরৎ।
বাঁধভাঙ্গা নদীর প্লাবন।ক্ষুধার্থ সন্ত্রস্ত জঙ্গলমহল।ভুমিকম্পের আতঙ্ক।রাজধানীতে জঙ্গীহানা।
এসবকে উপেক্ষা করেই।ভোরের হাওয়ায় ভেসে আসছে শিউলির সুবাস।
কাশের বন আপন খেয়ালে মেতে উঠেছে হাওয়ার নাচনে।সে হাওয়ায় ছুঁয়ে যাচ্ছে হিমেল ভাব।জানান দিচ্ছে-
দিনযাপনের নানান খুটিনাটি।ব্যস্ততা।দূ্র্ঘটনা-দুর্যোগের হাজার হাহাকারের মাঝেও।খুঁজে নিতে হয় বেঁচে থাকার আনন্দ।প্রকৃ্তি তার
সমস্ত সম্পদ নিয়ে উপস্থিত।সর্বত্র উৎসবের প্রস্তুতি।
শরৎ।এসেছে।
বছরের এ এক অনন্য ঋতু।যা কবির কাব্যে-শিল্পীর তুলিতে-সম্পাদকের কাজকর্মে আনে এক অনন্য তাগিদ।
এ সময় শিল্পসাহিত্যে সৃষ্টির এত প্রাচুর্য্য - গর্ব করার মতো বটে।আমরাও আমাদের এই অতিসামান্য আয়োজনের মধ্য দিয়ে প্রথম বছর শুরু করলাম পূজাসংখ্যা।
আয়োজন অতি সামান্য।
এই সামান্য আয়োজনকেও সম্পূর্ণ করার জন্য যাঁরা সহযোগিতা করলেন তাঁদের কাছে আমরা কৃতঙ্গ।
এখন ঘড়ির কাঁটায় ঠিক ভোর ৪ টা।২৭-৯-২০১১।
ঘোষণামতো ঘড়ির কাঁটায় কাঁটায় প্রকাশিত হচ্ছে পূজাসংখ্যার প্রথম পর্ব মহালয়ার ভোর। দ্বিতীয় পর্ব অষ্টমীর সন্ধ্যায়।
আগামী অংশে সম্পূর্ণ ও ত্রুটিমুক্ত স ংখ্যা উপহার দেওয়ার প্রত্যাশায় থাকছি।
শান্তি
সৌমিত্র রায়
No comments:
Post a Comment