আকস্মিক ভুঁইকম্পে
সৌমিত্র রায়
মাটি কাঁপলে প্রাণ কাঁপে।
দুলে ওঠা ঘরবাড়ির সাথে।
সিলিংফ্যানের কাঁপনে।টেবিলের ল্যাপটপ।জলের বোতল।
নড়ে ওঠা বিছানায়।ছড়িয়ে থাকে।প্রকৃ্তি।প্রকৃ্তির নিজস্ব প্রকৃ্তি।
তার আপন লীলা তুমিও।মানুষ।
তার কাঁপনলীলায়।তুমি।তোমার ঘরবাড়ি।কারখানা-গাড়ি-ল্যাপটপ...সব।
পারো তো নিজেকে বাঁচাও।
ধ্বংসের ঈশারা থেকে।নিজেকে বাঁচাও।মানুষ।
প্রকৃ্তির সবুজ সৌন্দর্যে।মাতো।প্রকৃ্তি বাঁচাও।
No comments:
Post a Comment