Monday, September 19

আজকের কবিতা/ সৌমিত্র রায়


আকস্মিক ভুঁইকম্পে

সৌমিত্র রায়

মাটি কাঁপলে প্রাণ কাঁপে।

দুলে ওঠা ঘরবাড়ির সাথে।
সিলিংফ্যানের কাঁপনে।টেবিলের ল্যাপটপ।জলের বোতল।
নড়ে ওঠা বিছানায়।ছড়িয়ে থাকে।প্রকৃ্তি।প্রকৃ্তির নিজস্ব প্রকৃ্তি।

তার আপন লীলা তুমিও।মানুষ।
তার কাঁপনলীলায়।তুমি।তোমার ঘরবাড়ি।কারখানা-গাড়ি-ল্যাপটপ...সব।
পারো তো নিজেকে বাঁচাও।
ধ্বংসের ঈশারা থেকে।নিজেকে বাঁচাও।মানুষ।

প্রকৃ্তির সবুজ সৌন্দর্যে।মাতো।প্রকৃ্তি বাঁচাও

No comments:

Post a Comment