Sunday, September 18

আজকের কবিতা/ সুদীপ্তা দত্ত


তোমার জন্য

তোমার জন্য মেঘ মেখে আজ/
সাজছি ময়ুর/
তুমি তখন বাড়ির টবে পাতাবাহার/
যখন বৃষ্টি এসে ভিজিয়ে দিলো/
পেখম আমার/
বাহারি পাতা বুকের ভিতর/
অঝোর ঝরে/
চোখের পাতায় স্বপ্ন আঁকি/
দুহাত দিয়ে/
সেই ছবিতে আগুন আসে/
আগুন আসে......

No comments:

Post a Comment