Friday, September 30

সৌমেন দাস


SOUMEN DAS [9563766434]

PENDULAM-MON
~~~~~~~~~~~~~

RAAT BARLEI/
KOBITAR SONGSARE/
HANA DEI/
ULANGO SHOBDER DAL...

PENDULAMTA
DULCHHE...

ODIKE
FACEBOOK-E/
BONDHUR
HATCHHANI/
HATHAT
LIVE-TOGETHER...

PENDULAMTA THAMENI EKHONO...

Thursday, September 29

সৌমিত্র রায়


সৌমিত্র রায়

আমাতে তুমি

ক্যান্টিনে আড্ডা।আড্ডার ক্যান্টিন।খিস্তি।গসিপ।
তোমাকে কি প্রথম দেখলাম।কিংবা তুমি আমাকে।
লো-স্লাং জিন্স।ছায়াতে সানগ্লাস।

ক্যান্টিনে আমি।আমাতে তুমি।

আমাকে হারাতে হবে কিছু।হারাবে পেন।ডায়েরির পাতা।

কবিতাটি পুনঃপ্রকাশিত হল

Wednesday, September 28

আজকের কবিতা /// সৌমিত্র রায়


সৌমিত্র রায়


নিয়মিত সূর্যোদয়।এলোমেলো আলো।

আমার এলোমেলো বই।বেশ আছে এলোমেলোত্বে।
সাতসকালের জল ছুঁয়িয়ে বাসিভাব মুছে ফেলা চোখ-মুখ।ব্রাশ না করা দাঁত।
সূর্যের প্রথম আলো স্পর্শের প্রতীক্ষায় থাকা ত্বক।এলোমেলোত্বে সই।
খাপছাড়া মেঘেদের নীচে।আমার ল্যাপটপ।কুড়িয়ে নিচ্ছে এলোমেলো ভাষা।
যা সত্যিই কি শুধু দায় সারা !! নাকি তার থেকে বেশি কিছু?

এ ভাষাই তো চলে আসবে দু-মলাটের ভেতর।
আমি তো এভাবেই খ্যাত।
সবাই যখন মিল খুঁজে।আমি।অমিলের সৌন্দর্যে থাকি মেতে।

চারপাশের ঘুমন্ত শরীরগুলো টপকে।তাইতো আমিই -  সূর্যের প্রথম আলো গায়ে মাখতে
ছাদে আসি।কদম আর শিরিষের ফাঁক দিয়ে আলো আসবে

ডালপাতায় নড়াচড়া।নিয়মিত সূর্যোদয়।এলোমেলো আলো।


.........

Tuesday, September 27

Soumitra Roy as a guest of Radio Veritas Asia

নীলাঞ্জন কুমার // মহালয়ার ভোর ১৪১৮


নীলাঞ্জন কুমার
জন্মঃ১০-১-১৯৫৯













গ্রুমিং

আগাপাশতলা বুঝে নিচ্ছি গ্রুমিং কৌশলে ।
তারপর কেতাবি ছলনায় 
জানিয়ে দিচ্ছি পরিণতি।

এ সময় নিস্ব হতে কেউ আসে না
শিখে নেয় উদ্ধার,
স্বপ্নে দৌড়।

প্রিয় বৈভব শেখাতে গ্রুমার তৈরি,
কাঞ্চন  মূল্য ব ড় দামি!

ভুল করেও তারা ভুল শেখায় না।

বিশাল ভদ্র // মহালয়ার ভোর


বিশাল ভদ্র-এর কবিতা




কিছুই ইচ্ছে মতো নয়

দলা পাকিয়ে একটুকরো কাগজ খুব টিপ কোরে
জানলার দুটো গরাদের ফাঁক দিয়ে বাইরে ফেলার 
জন্য ছুঁড়ে দিলাম। ল ক্ষ্যভ্রষ্ট হলাম। কুড়িয়ে নিয়ে 
আবার ছুড়লাম । একই রেজাল্ট । কি ব্যাপার-
এইটুকু পারবো না ? গোঁ চেপে গেল।পারতেই হবে।
আমি পারবো। অন্য কাজ ছেড়ে এ কাজেই মন 
দিলাম। পাখির চোখ। আবার ছুড়লাম। আবার।
এবং প্রতিবারই কোন না কোন গরাদে
 ধাক্কা খেয়ে ফিরে এল। আমার কাছে।শেষে
ধৈর্য হারিয়ে রেগেমেগে কাগজের দলা পাকান 
টুকরোটা ছুঁড়লাম একটা গরাদকে লক্ষ্য কোরে
এবারও পারলাম না।ছোট্ট টুকরোটা গরাদে না 
লেগে, তার পাশ দিয়ে ঘ রের বাইরে চলে গেল 
যা চাইছিলাম তাই হল, আমার ইচ্ছা মতো নয়। 

নিখিলকুমার সরকার // মহালয়ার ভোর


নিখিলকুমার সরকার
গ্রাম ও ডাকঘরঃ দৌলতাবাদ
মুর্শিদাবাদ
পশ্চিমবঙ্গ   পিন- ৭৪২৩০২  মোবাইল ন ং- ৯৪৭৪৩২০০৩৮








নিখিলকুমার সরকার-এর কবিতা

রোমিং

দৃশ্য ক

মোনালিসা নট রিচেবল- ও এখন
চোরাবালির ডেনজার জোন পেরিয়ে ওর ঝাউগাছের কাছে

সেই কবে বয়ঃসন্ধি পর্যটন... ...ঝাউয়ের স ংগে
নিজেকে নিয়ে খেলতে খেলতে মোনালিসাও
রহস্যময় সমুদ্র ঢেউ... ... 

উন্মত্তপ্রায় সেই প্রথমদিনে ভেসে গেলে সাঁতারপোশাক
স্বপ্নসৈকতের নিষিদ্ধ নির্জনতায় এই ঝাউয়ের সবুজ আগুন
নিষিক্ত মোনালিসার সর্বাঙ্গে নুন
শুষে নিয়েছিল


দৃশ্য খ

মোনালিসা ও তার ঝাউগাছ নেটওয়ার্কের বাইরে... ...

এখন স ংখ্যাতীত শব্দের ঢেউ ক্রমাগত আছড়ে পড়ছে
দু-জনের মধ্যবর্তী জমে থাকা শূন্যতায়
উত্তাল শব্দের ডুবজলে
ওরা একদেহে সাঁতার কাটছে,মেতেছে অবগাহনে

সমুদ্র ওদের দেখেও, মুচকি হাসিতে ভান করছে না দেখার


দৃশ্য গ

চির-অপূর্ণতা বুকে নিয়ে মোনালিসা ফিরে যাচ্ছে... ...

পর্যটনশেষে এভাবে ফিরে যেতেই হয় - যাবার সময়ওর দু-চোখ বেয়ে আবার ফিরে আসার স্বপ্ন
ঝরে পড়ছে ছলছল - বিহ্বল ঝাউয়ের
শাখাপ্রশাখা,পাতায় পাতায়

গড়িয়ে নামছে শেকড়ে

 
দৃশ্য ঘ

সতর্ক ঝাউ সামুদ্রিক টান এড়িয়ে
মোনালিসাকে পৌছে দিচ্ছে নেটওয়ার্ক নিরাপত্তায়

সেলফোনে রি-ডায়াল করতে করতে উদ্বিগ্ন ওর বেডপার্টনার
ট্যুরিস্ট লজের বিষণ্ণ করিডরের শূন্যতায়
ক্রমেই তলিয়ে যাচ্ছে

বিকেলের ঢেউয়ের পাশাপাশি হাঁটছে ওরা সোনালি সৈকতে... ...
ঝাউ বলছেঃ মোনালিসা, ওই শোনো অশান্ত রিংটোন
প্লিজ,এবার ফোনটা রিসিভ করো... ...আমি যাই


দৃশ্য ঙ

মোনালিসার ফেরার অপেক্ষায় ওর বেডপার্টনারের মতোই
চঞ্চল হয়ে উঠেছে - সমুদ্র থেকে অনেক দূরে
ঘরের দেওয়ালে রেখে আসা

ওর শূন্য ফ্রেমটিও

সৌ র ভ ব ন্দ্যো পা ধ্যা য় // মহালয়ার ভোর


সৌ র ভ  ব ন্দ্যো পা ধ্যা য়
জন্মঃ ১০ জুলাই ১৯৮৬
প্রকাশিত কাব্যপ্রয়াসঃ রোদ্দুরে যাই চলো (২০০৬)একফাল্গুন শ্যাম্পুসকাল (২০১১)
নেশাঃ ভারতীয় ফুটবল সম্পর্কে নিরন্তর ভাবনা-চিন্তা।
শখঃ বন্ধু করা, বন্ধু করা।
কথাঃ ৯ ১ ২ ৬ ৬ ২ ২ ৯ ২ ১


সৌরভ বন্দ্যোপাধ্যায়-এর কবিতা

নক্ষত্রমুনির আদেশ

ঘুম আসে না বলে যে-ই ভাবি রাতটি জাগব
রাতটি জাগব 
অমনি নির্লজ্জের মতো ফিরে তাকাই 
আর কার সমস্ত দুগ্ধভার যেন চুঁইয়ে চুঁইয়ে মিশে যায়, আমার
				          শীতল শরীর...


আমি জ্যোৎস্না কুড়োতে থাকি ধানক্ষেতে
			       আর
অজানা কোনও নক্ষত্রমুনির আদেশে একসময়
নিশিভোর দেকে আনি তোমার 
		        ঘুমন্ত জঠরে...


ঘুম আসে না বলে যদি ভাবি         রাতটি জাগব         রাতটি জাগব



হৃদয়পুর

তোমার জন্য স্বপ্ন কারও একনীলাকাশ
তোমার জন্য দুঃখ ওড়ায় অলসবিকেল
হিংলোর গায়ে শরৎ জমেছে তোমার জন্যঃ
মোমদেশে আজ
কার বৌভাত --
অরুন্ধতীর?

তোমার জন্য আলোয়-পাগল, রৌদ্রে সাঁতার
একফাল্গুন শ্যাম্পুসকাল তোমার জন্য
তোমার জন্য জলকথাদের জড়িয়ে ধ'রেঃ
ইচ্ছা মাখে
শিল্পীত-চোখ
শ্রাবন্তী শীল...

তোমার জন্য স্বপ্ন কারও একনীলাকাশ
তোমার জন্য দুঃখ ভাসাক অদ্যবিকেল



স্বপ্নউড়ান

আত্মহত্যা করে দেখব একবার
আত্মা কী জিনিস

বাড়ির ছাদে আনাচে-কানাচে
কখনও-বা পুকুরে সাঁতার কেটে 
খাল বিল নদী সমুদ্দুর পেরিয়ে
একলাফে উঠে গিয়ে ভিন্ন গ্রহে

আবার মানুষ হব আমি

হয়ত তোমারই মতন সূর্য দেখব রোজ
বৃষ্টির গান শুনে ঘুম আসবে রাতে
প্রত্যুষে গা-ঝাড়া অন্য কোনও আমি
এক-আলোকবর্ষ দূর থেকে জাগাবে এলোমেলো

তারপর শুরু হবে সালোকসংশ্লেষ 
স্যামপেলিং মেথডে সবুজ মাপবে তুমি
আর

স্বপ্ন গড়াবে দুপুর পোস্ট-ইভিনিং
ঐতিহাসিক

সে-সব-দিন মনে পড়লে আজকে আমার হাসি পায় বেশ
সে-একদিন ঘুরেবেড়িয়ে তোমার সঙ্গে রাস্তাঘাটেঃ
হাতের মধ্যে ঠুনকো-বাতাস ধরতে আবার উড়িয়ে দিতে
খামখেয়ালি হৃদয় তখন দ্বন্দ্ব ছিল নিজের সঙ্গে
হৃদয় তখন এম্নিই-এক... মুগ্ধ রাখত নিজেকেই সে।

যখন তুমি সবুজ ঘাসে ছবি এঁকে ভাসিয়ে দিতে
চুলের থেকে ফিতে টেনে উড়িয়ে দিতাম মাঠের উপর...

আজকে সে-সব মনে পড়ে। মনে পড়লে আজ সে-ভীষণ 
হাসি পায় বেশ, বেশ হাসি পায় -- তুমুল-হাসি দিবারাত্র!
হাসতে-হাসতে যখন বুঝি বালিশ ভিজে একসা-আমি
ভাবতে বসি তোমার কথাই...

		                       এক্কেবারে সরাসরি
তোমার কাছে দুঃখ খুঁজি
দুঃখ খুঁজি বুকের মধ্যেঃ

আরও দুঃখ থাকলে আমায় ভেজাও কিংবা শূন্যে-ভাসাও
মেঘকে বলে অবিলম্বে ঐতিহাসিক বর্ষা নামাও!

মুগ্ধ-বাইপাস

আর কতটা নিবিড় হলে সম্মতি পাব তোমার বেলাবেলি
তালু ভর্তি করে এক-পশলা গোলাপি রোদ, তুমি
শ্যাম্পু মাখার মতো মেখে নিয়েছ সারা গায়ে
বিশ্ববিদ্যালয় থেকে উড়ে আসছে পুরোনো ক্যাম্পাস
শরতের হিমের মতো ঝরে-ঝরে পড়ছে কত
			            শুভ্র-শুভেচ্ছা...

আর কত কাছাকাছি এলে নিশ্চিত মিলবে সম্মতি!
ঘুমের ভিতর থেকে নেমে আসছে শূন্যতা
মুঠো ভর্তি করে কেউ ছড়িয়ে দিচ্ছে অজস্র জ্যোৎস্না...
ছেয়ে দিচ্ছে আকাশের পিঠ;

স্বপ্ন গড়ায় আজ মুগ্ধ-বাইপাসে...

সু দী প্তা দ ত্ত // মহালয়ার ভোর

 সু দী প্তা দ ত্ত
জন্মঃ ১৭ জানুয়ারি ১৯৮৬
প্রকাশিত কাব্যপ্রয়াসঃ মেঘের কারুকাজ (২০১১)
শখঃ বন্ধু করা।
কথাঃ  ৯ ৬ ৩ ৫ ০ ২ ৭ ৯ ৮ ৪
ই-মেলঃ  sudiptakeka@gmail.com
           emailatsudipta@yahoo.
রাত যায় 
          ভেঙে ভেঙে

আঁধারের মায়াবী ঘ্রাণ, কাঁচপোকার
নিয়ত অভিমান, আকাশে কারও নৌকার
মত চোখ আর দুধেল গাই-এর মত ঠোঁট নিয়ে
নীলচে সবুজ আঁচল উড়িয়ে রাতগুলো আসে
চাঁদের স্ট্রিট লাইটের পায়ে পায়ে...
সমস্ত শরীর জুড়ে তার উষ্ণ শিহরন।
তার স্তনের উপর ঘুমিয়ে পড়ে
হলুদ বিকেল আর জলরঙা সকাল।
মেঠো সুরে বয়ে যায় মাতাল হাওয়া...
পথে-পথে অজস্র জুঁই ফুল পেরিয়ে
কাঙ্ক্ষিত মানুষটি আসে 
তার আগুনে পুড়ে ছাই হতে...
এভাবেই কৌমার্য ভেঙে উঠে আসে
জলরঙা সকাল শিশিরের মিঠেল ঘাণে...


গুমোট মেঘ ও 
	     শ্রাবণ

তোমার জামার কলারে 
           যে-মেঘ জমিয়ে রেখেছিলাম
তা শ্রাবণ হয়ে ভেজাল আমাকে।
এতদিন ভীষণ গুমোট আর ক্লান্ত মন 
সমর্পিত ছিল গাছের ছালের নীচে
ঘুণপোকা কুরে-কুরে নিচ্ছিল হৃদয়...

তারপর ছালের নীচে থেকে 
সযত্নে নিজেকে বাঁচিয়ে 
নিয়ে এলাম উপত্যকায়।
ঘুণ ধরা হৃদয় একটু-একটু করে
গলে যেতে লাগল গোপনে...
বহমান নদী থেকে উঠে এল
আর-এক 'আমি'...
সে চাতকের মত ছুটে গেল 
	সেই কলারের কাছে --
যেখানে রেখে এসেছিলাম
	আমার সঞ্চিত 
অভিমানী মেঘের কারুকাজ।


বিষাদ-পাখি

স্মৃতির অতল থেকে ভেসে ওঠে চোখ
দেখে নেয় নিমডালে দোল খায়
           বিষাদের বড় বড় ফোঁটা
হলুদ পাখির নীড়-ভাঙা অভিমানে...
একটা পালক খসে পড়ে মাটিতে 
হলুদ হয়ে গেল পালকের ছোঁয়ায়।

এক-একটা রাত আসে...
            গভীর ঘুমঘুম রাত
দেখি বেসিনের নীচে বসে আছে
অভিমানী হলুদ শাড়ির কন্যা
	 চোখ যেন ধারাপাত;
জেগে ওঠে কাছে যাই আর
বেসিনের কলে স্মৃতিগুলোকে ধুয়ে নিয়ে
নিয়ন বাতির নীচে দাঁড়াই।
একটু-একটু করে মেয়েটি মিশে যায় 
হলুদ পাখির দেহে...
আরও-আরও দূর ভেসে যায় গান
	 অন্য সুরে...

পেখমের মত মেঘগুলো দিশেহারা 
একটা তিতির পাখি খুব খুশি
চাতকটাও আর অভিমান করে নি...
গাছের মেয়ের কোলে ঘুমিয়ে পড়ি
পরম নিশ্চিন্তে...
আর কোনও দিন বিষাদ পাখি আসেনি
আমার স্মৃতিতে...

অঞ্জন চক্রবর্তী


duratta.

milan puron hoe na/
madhumas ele tai ato pulak/
ato dapadapi/
ato ronger utsav

মহালয়ার ভোর///তথ্যসমাজ থেকে

মহালয়ার ভোর///তথ্যসমাজ থেকে


www.isociety.co.in/mahalayarvor




এসেছে।শরৎ।
বাঁধভাঙ্গা নদীর প্লাবন।ক্ষুধার্থ সন্ত্রস্ত জঙ্গলমহল।ভুমিকম্পের আতঙ্ক।রাজধানীতে জঙ্গীহানা।
এসবকে উপেক্ষা করেই।ভোরের হাওয়ায় ভেসে আসছে শিউলির সুবাস।
কাশের বন আপন খেয়ালে মেতে উঠেছে হাওয়ার নাচনে।সে হাওয়ায় ছুঁয়ে যাচ্ছে হিমেল ভাব।জানান দিচ্ছে-
দিনযাপনের নানান খুটিনাটি।ব্যস্ততা।দূ্র্ঘটনা-দুর্যোগের হাজার হাহাকারের মাঝেও।খুঁজে নিতে হয় বেঁচে থাকার আনন্দ।প্রকৃ্তি তার 
সমস্ত সম্পদ নিয়ে উপস্থিত।সর্বত্র উৎসবের প্রস্তুতি।

শরৎ।এসেছে। 
বছরের এ এক অনন্য ঋতু।যা কবির কাব্যে-শিল্পীর তুলিতে-সম্পাদকের কাজকর্মে আনে এক অনন্য তাগিদ।
এ সময় শিল্পসাহিত্যে সৃষ্টির এত প্রাচুর্য্য - গর্ব করার মতো বটে।আমরাও আমাদের এই অতিসামান্য আয়োজনের মধ্য দিয়ে প্রথম বছর শুরু করলাম পূজাসংখ্যা।
আয়োজন অতি সামান্য। 
এই সামান্য আয়োজনকেও সম্পূর্ণ করার জন্য যাঁরা সহযোগিতা করলেন তাঁদের কাছে আমরা কৃতঙ্গ।

 
এখন ঘড়ির কাঁটায় ঠিক ভোর ৪ টা।২৭-৯-২০১১।

ঘোষণামতো ঘড়ির কাঁটায় কাঁটায় প্রকাশিত হচ্ছে পূজাসংখ্যার প্রথম পর্ব মহালয়ার ভোর। দ্বিতীয় পর্ব অষ্টমীর সন্ধ্যায়। 

আগামী অংশে সম্পূর্ণ ও ত্রুটিমুক্ত স ংখ্যা উপহার দেওয়ার প্রত্যাশায় থাকছি।

শান্তি
সৌমিত্র রায়

Sunday, September 25

ইন্দ্রজিৎ সরকার


ইন্দ্রজিৎ সরকার

যদি

আজ আর ঘরে ফিরতে ইচ্ছে করে না/
সব ঠিকানা 'পোষ্ট' করে দিয়েছি কাল/
যদি শ্রাবণ জলে সন্ন্যাস ফিরে পাই/
তোমার জন্য রেখে যাবো ১টি সকাল

Saturday, September 24

Thursday, September 22

Anjan Chakraborty


Anjan Chakraborty

jignasa.

ato megh roechhe,tobuo/
sunnota amar sangee/
kotok bujechhe mon/
bakituku nie sandeho?

kobi.

chheler boi theke se jei sunno ta tule dekchhe/
omni sai sai kore chhute elo jogoter khudha trisna/
shiropa nebar jonne/
akakar hoe galo jangalmahal

Monday, September 19

আজকের কবিতা/ Anjan Chakraborty

২০-০৯-২০১১

Anjan Chakraborty

adarshana.

thik tamon kore bohudin aso ni chand/
meghe meghe bhule achho/
tai swapne dekhi/
utsaver anginae namale posora ar ghum kere nile

আজকের কবিতা/ সৌমিত্র রায়


আকস্মিক ভুঁইকম্পে

সৌমিত্র রায়

মাটি কাঁপলে প্রাণ কাঁপে।

দুলে ওঠা ঘরবাড়ির সাথে।
সিলিংফ্যানের কাঁপনে।টেবিলের ল্যাপটপ।জলের বোতল।
নড়ে ওঠা বিছানায়।ছড়িয়ে থাকে।প্রকৃ্তি।প্রকৃ্তির নিজস্ব প্রকৃ্তি।

তার আপন লীলা তুমিও।মানুষ।
তার কাঁপনলীলায়।তুমি।তোমার ঘরবাড়ি।কারখানা-গাড়ি-ল্যাপটপ...সব।
পারো তো নিজেকে বাঁচাও।
ধ্বংসের ঈশারা থেকে।নিজেকে বাঁচাও।মানুষ।

প্রকৃ্তির সবুজ সৌন্দর্যে।মাতো।প্রকৃ্তি বাঁচাও

Sunday, September 18

আজকের কবিতা/ সুদীপ্তা দত্ত


তোমার জন্য

তোমার জন্য মেঘ মেখে আজ/
সাজছি ময়ুর/
তুমি তখন বাড়ির টবে পাতাবাহার/
যখন বৃষ্টি এসে ভিজিয়ে দিলো/
পেখম আমার/
বাহারি পাতা বুকের ভিতর/
অঝোর ঝরে/
চোখের পাতায় স্বপ্ন আঁকি/
দুহাত দিয়ে/
সেই ছবিতে আগুন আসে/
আগুন আসে......

Saturday, September 17

ePoems/ weekly / Soumitra Roy

ePoems(Edi:SRoy)>Amar kache paisa nei.Thalay vat nei.Gelas-e jol nei.Onker vasai amra boli 'SHUNYA'.Sunyer pratik Jangol Mahal.Naki sahareo.

আজকের কবিতা/ সুদীপ্তা দত্ত


#SUDIPTAA DUTTA#

1.#NAARI#

CORDELIA,DESDEMONA R/AAMRAO-/TOMAADER ANANTA KHURE PISTHO/MAJHE EK AAKASH/BYABODHAN-

2. #VAANGAN#

TOMAR CHOKHER UPAR/CHOKH RAKHTEI/NODIR BAALUTAT/
BUKER VAANGANE...

3. #MORICHIKA#

VAALOBAASAR ARTHO KHUNJTE/
KHUNJTE-MORUVUMIR/
MORUDYANE UTHE AASE/
MORICHIKAR MOTO EKRASH GHRINA...

4.#INSTALL#

ATMA KE BOOTING KORTE DIYE/
DU DANDO JIROI GHORAR MATO.../
AJANTEI INSTALL HOYE JAY/
BISWORUP VIRUS...

ePoems

ePoems(Edi:SRoy)>Amar kache paisa nei.Thalay vat nei.Gelas-e jol nei.Onker vasai amra boli 'SHUNYA'.Sunyer pratik Jangol Mahal.Naki sahareo.

Friday, September 16

Wednesday, September 14

বাংলা / আজকের কবিতাঃAnjan Chakraborty


je kadone hia.

tumi ki kadoni?/
kadbei akdin,tai/
ami kano aka bhabbo e asru amar/
e to tomaro muktai

১৪-৯-১১


------------------------------------------------



Anjan Chakraborty


sahasi nayikake.

sob khule dile aj/
ar to dakhar nei kichhu/
mon tai mane naki?/
chokh to dasyu,luthe nite chae aro,aro/
akhon chamrae theke jachhe!/
kano thamb?/
erpor ber kore chharbe konkalsar hargoro!

১৩-৯-২০১১

Monday, September 12

MOBILE - POEMS/mPoems


MOBILE - POEMS/mPoems

COMPILED BY SOUMITRA ROY

anywhere and anywhen one is able to create one's own poetic diction pressing the buttoms of mobile phone  -  this is mobile-poem. this poem is mainly the poet's creation of any lonely moment. this poem has two chief features - the poet can write the poem in any situation and the poet can convey his poetic message at once to the reader. i wrote a series called ePoems namely ani@love.in in 1999-2000. there the poems were as short as sms. but those poems were imaginary. mobile had not been used, 
and it could not be conveyed to my reader at once. but now it can be realized, i can discuss it in the next issue. this issue consists of mainly some original mobile poems and many co-operative poems. these were written in the last rainy season. co-operative poems using mobile phones have a different spirit, different taste, as evident here: 

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

mobile poems by soumitra roy

mobile-poems :: 1

from the eyes of the fish sailing upstream the swamp 
rebounds the joy of being a lower class just like us. 
how to keep in mind that some other eyes hide 
themselves beside the wamp for an opportunity. still 
now.
17 June 2006

mobile-poems:: 2

the wet crow an a post sitting with the smell of a dead 
fish in half shasow and half light. the wet cloud and 
its wet shadow under it, can not weaken the certainty 
and the solidity of the post, just as it can not prostrate 
the wet crow. it has its touch of life in its 
fixedness and stability.
17 June 2006

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

mobile-poem by soumitra roy & soutik hati

the dream of the koi-fish

every notch of the date-tree offers a koi-fish to search. 
the fish wanted to get near a cloud. 
a hightened dream. it soars much higher and comes to the end of my garment 
for receiving a gift. it thinks about the  depth of the water. 
the pungency of its vacant eyes co-exists with every notch of the date-tree.
19 June 2006

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

mobile-poem by subhashis gangopadhyay & soumitra roy

before the season of autumn

the vain has touched the hand in the depth of blue. 
the totality of the vapours are in the search of their wings. 
this shrabon that hawks poisonous abuses-gets thicker due of the hard wind. 
that hand holds a large amount of 
tall grass wiyh white flowers. 
before the season of autumn. 
it touches the paddy in the fields. due to the flood. 
the bites of the river. flows over the broken bridge....
21 July 2006

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

mobile-poems by rudra kinshuk & soumitra roy


rings in the rain

the kadam-tree is getting wet. the flight of a bird 
in its humidity. that flight makes me homeless. who 
knows the darkness where birds fly to. 
or in the light. the leaves of the tree receives 
the rain drops. it makes a strange but regulated 
rise and fall in the music-the music that strikes 
me through the window of this bus. 
no flute. of lord krishna. only melody.the darkness 
under the clouds. every leaf of  the kadam-tree gets it. 
every branch. due to the rainfall. due to the flight of 
birds. all these remain chaotic in the rain. in the 
sound. with the sound. the ants are supervising the 
skin of the tree. grass. earthworm. the earth due to 
earthworm. the conversations that are rent asunder - 
still rings in the rain. avoiding the noise of a bus - sound 
of  its horn-as if a scream- rings in the arrow of my heart. 
a sari- wet - torn-getting dry. getting sewed.

the harrowed land

i request you, simple bokul, 
to get wet in the simplicity of  the rain ceaselessly. 
i am only waiting for him. 
a palm leaf protects his head from the rain, 
a wooden rod in his hand. he just comes whenever he has a fancy for me. 
miry harrowed land - there he plays skipping with a rope. 
two bullocks. busy harrowing the land. 
two tails - they kill one of two flies or gnats. i see. i see his going away. 
still his departure brings some clouds for me.
 i am just a piece of fire in the heart of that cloud. 
just burn myself.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

the entire section is translated by anupam mukhopadhyay 

বাংলা /আজকের কবিতা // অঞ্জন চক্রবর্তী



১২-০৯-২০১১
Anjan Chakraborty

badnam.

bukpockete chuie elo kalir dag/
asbei to/
toskor,tonchok,choritrohin/anek to sunle/
ebar bechhei nao kon abhoron tule nebe

Sunday, September 11

ePoems Weekly 1


ePoems(Edi:SoumitraRoy)
Nilanjan Kumar>>Hello::Tallat jure daak/ kake chobo/ mone mone rakhi haat/ samay take dhore.... www.isociety.co.in

ePoems Weekly 2


ePoems2(Edi:SRoy)
SudiptaaDutta::Nodir staner theke khose jachche/ dheuer antarbaas;/rupoli machher sangam/ mishe thake urur upar...iSociety

বাংলা/ আজকের কবিতা


Bor0sar prem
Sanjoy rishi


A vabe vijo,je vabe gach veje bar0say/
Avabe amake vija0,je vabe megh vijay amay\
#
hi karnise bose bose,/ tomar class ne0ya dekhe../

Ohe chata hin toruni pakhi/ 
...torun pakhi karnise bose bose,/
 tomar class ne0ya dekhe../
#

#
...nir aaral borsosa tiner chale/ 
tup tup sobdh0 kare...gitarer tale tale/ 
...2mi to manusi pakhi/ 2mr danar palak dia /
amar matha muche da0

Friday, September 9

বাংলা/ আজকের কবিতা

৯-৯-২০১১

#TABUO AAMI...#

*SUDIPTAA DUTTA*

MOMER AALOY VESHE JACHCHHE/SHORIRER UPOTYAKA/
TAKHONO AKASHER CHANDE KALANKO/
JAMRUL GACHHER PATAY PATAY/
ANTIK PREM.../
DUTI PAKHIR PRANTIK PREM
AAMAY VASIYE NEY/ CHANDER JOYAAR/
TABUO AAMI....

বাংলা/ আজকের কবিতা

৭-৯-২০১১


Mili Sengupta
 
Stranger meet
 
Hante hante tomar sathe dekha.
Ochena tumi.Porichoy holo.
Hothat bakyalap.Binimoy mobile number .
Phonalap.Rat kete bhor.Sararat katha.Oslilata.Ananda.Duksha.
Bhoi.Abar bhoi k joy kora.Notun kore hanta.
Hante hante tar sathe dekha.
Se.J hothat miss call-e alaap.
Miss call.Cross kopaler tip.Tiper vetor pawa harano.Hariye pawa.
Hante hante cyber cafe jawa.Oh ho ochin.......

বাংলা/ আজকের কবিতা

৫-৯-২০১১


Anjan.Chakraborty



kal rater belae.

brahmaputra theke esechhilo surjaster rong/
uronto alochhya buke kapone metechhe/
tai upur korechhi sob korisob puti/jodi nao.....