ePoems
Saturday, February 11
Friday, February 10
অঞ্জন চক্রবর্তীর ২টি কবিতা
koutuhol.
manuser deshe thaki/
protidin kuroi jhinuk balukabelae/
eo ak nesha/
manuser mukto sob hridoe nihito theke jae
thikana.
mukh o mathar tumi asroe/
prandatri tumi/
tai chibuk amar kunthitoprotikhae/
tumi chhule math bhorti dhan
Thursday, February 9
দেবাশিস মুখোপাধ্যায় -এর কবিতা
বৃষ্টি ট্রেকিং-২
তোমাকে লিখবো বলে
বর্ষা পাঠাই
আর কাদা মাখতেই
অক্ষর মূর্তি হয়ে যায়
আসমান জমিনে মুখ রেখে
চুপি নিজেকে
সুন্দর বলে
আর শরমে মরে যায়
দুর্বাদলশ্যাম.......
Wednesday, February 8
নীলাঞ্জন কুমার-এর কবিতা /
শূন্য বিষয়ক-১
নীলাঞ্জন কুমার
ভাবগতিক বুঝতে না বুঝতে পার হওয়ার পালা।
দিনরাত সরে সরে বুঝিয়ে ছাড়ছে
শুন্যতা ।
হাজারো বোকামি বয়ে কি করে খুঁজবে স্বস্তি !
অগুনতি স্বপ্ন বয়ে দোলাচলে ।
ভাবগতিক বুঝতে না বুঝতে ঘা মারে হতাশা ,
সত্যি বলছি , নি:স্ব হওয়ার মজা আলাদা ।
Tuesday, February 7
শুরু হয়েছে ছড়ার ব্লগ চার লাইন
ফড়িং
সৌমিত্র রায়
শুকনো ঘাসে খাচ্ছে ফড়িং
ছায়া-রোদের চচ্চড়ি
বিশ্বে নাকি বাড়ছে গরম
শুনছে প্রতি বচ্ছরই
ছায়া-রোদের চচ্চড়ি
বিশ্বে নাকি বাড়ছে গরম
শুনছে প্রতি বচ্ছরই
Monday, February 6
Bisanna Bedroom by Mili Sengupta//মিলি সেনগুপ্ত-র কবিতা
বিষন্ন বেডরুম
আমার বেডরুম । আমি । জানালার তার ফুঁড়ে আসা চাঁদের আলো । আমার রাত্রিবাস ।
এত কিছু । একসাথে থাকি ।
তবু একা ।
তবু । আমরা প্রত্যেকেই । যে যার জায়গায় । একা ।
তীব্রভাবে একা ।
একা একা ঘুমিয়ে কাটাই । রাত ।
Saturday, February 4
ePoems(Edi:SRoy)
২০ মাঘ ১৪১৮ শনিবার ৪ ফেব্রুয়ারি ২০১২
আজ শনিবার. তথ্যসমাজ দিবস. আজ প্রকাশিত হচ্ছে আমাদের মোবাইল পত্রিকা ই-পোয়েমস .
আগামীকাল রবিবার আমাদের সমস্ত পরিষেবা বন্ধ থাকবে.
ePoems(Edi:SRoy)
AChakraborty>>
golpo//
je bhabe roeche thik ta na/
kichu ghete dewa darkar,jate/
anna magic hoe/
gopon rekhara sob lajja katie fute othe
Thursday, February 2
iKobita by Soumitra Roy /সৌমিত্র রায়ের আই-কবিতা
নতুন ফাঁক
ভাঁজকরা পেপার । দুটো পার্ট । একটা রবিবারের এক্সট্রা । খুলছি । আমি । পড়ছি ।
আমি দেখছি । ভাঁজ করছি । কাশছি । ঢাঁই ঢাঁই । জোর ঠান্ডা লেগেছে ।
ইলেকশনের কাজ । রাত জেগে । ঠান্ডায় ।
গভীর রাত । ঠান্ডা । ছুটছে গাড়ি । মেঠো রাস্তা ।
রাস্তায় ধেড়ে ইঁদুর ।
সারা রাস্তা জুড়েই । ফাঁকা মাঠ । রাস্তা । ফাঁকা ।
পরিপূর্ণ শুন্যতায় । চারিদিক । সব ।
নানান রকম মোড় । রাস্তা । নানান রকম ।
নানান রকম প্রাণ । প্রাণী ।
নানান রকম ।
নানান রকম রাতজাগা । নানান রকম রাত । ফিরলাম । রাতে ।
রাত । নতুন দিন শুরু হবে । একটু পরেই । টিউবলাইটের আলোয় । নতুন ভাবে রাত । নতুন ভোর । ফাঁকা হবে । নতুনভাবে ফাঁকা । নতুন । ফাঁক । নতুন । নতুন শুন্যতা । পেপারের নতুন ভাঁজ । অক্ষর । শব্দ । খবর । পুরানো সব । নতুনে ।
আমি দেখছি । ভাঁজ করছি । কাশছি । ঢাঁই ঢাঁই । জোর ঠান্ডা লেগেছে ।
ইলেকশনের কাজ । রাত জেগে । ঠান্ডায় ।
গভীর রাত । ঠান্ডা । ছুটছে গাড়ি । মেঠো রাস্তা ।
রাস্তায় ধেড়ে ইঁদুর ।
সারা রাস্তা জুড়েই । ফাঁকা মাঠ । রাস্তা । ফাঁকা ।
পরিপূর্ণ শুন্যতায় । চারিদিক । সব ।
নানান রকম মোড় । রাস্তা । নানান রকম ।
নানান রকম প্রাণ । প্রাণী ।
নানান রকম ।
নানান রকম রাতজাগা । নানান রকম রাত । ফিরলাম । রাতে ।
রাত । নতুন দিন শুরু হবে । একটু পরেই । টিউবলাইটের আলোয় । নতুন ভাবে রাত । নতুন ভোর । ফাঁকা হবে । নতুনভাবে ফাঁকা । নতুন । ফাঁক । নতুন । নতুন শুন্যতা । পেপারের নতুন ভাঁজ । অক্ষর । শব্দ । খবর । পুরানো সব । নতুনে ।
Wednesday, February 1
১৭ মাঘ ১৪১৮ বুধবার ১ ফেব্রুয়ারি ২০১২
::: cPoems / Chatty-poems by Nikhil Kumar Sarkar (1948)
THE EVENING
No light. Not dark even.
Mysterious waves at every turn. Flowing mystic hints.
Beauty-Flavour-Aroma. Dreamy-symphony.
Din. Glib. Evening.
Morn. Noon. Afternoon. Engrossed.
All three- travellers of the evening. Disguised.
Taking lessons from waves. Vague lessons.
Lessons. Wistful. Dipping into the dreams. Floating also.
Dreams. Threadless. Naturally.
Only nudity can face up to the dream. As usual.
A lick the fair-salt of the dream's body. The evening knows.
Evening's greenroom. Hidden mirror.
Reflected. Bare. All. Morn noon and afternoon.
Sending SMS to their dream numbers. SMS in the evening terms.
The evening terms. Darkness. That's light.
Expanding. Gradually.
Towards midnight.
THE MIDNIGHT
The door of darkness. Wide open. Midnight.
Male-word. Word-female. Penetrating. Singly or more.
Nocturnal essence in every word. Seductive.
Spreading.
Something may be. Must be at least.
Some stanzas. Yet to complete. Yet to bloom.
Yet to reach the market by the last train.
Market of flower.
Some petals. Colours. Odours. Incomplete. Saved
in the dark disk of night.
Probably be deleted. Not be bloomed. Never.
Sleeping earth. Some lights solitary. Sleepless.
And some darkness close to such lights. Eagerly
expectant. Deer-odoured.
There's a door amidst the vacuum between light and dark.
The door of dreams. Wide open. something may be.
Must be at least.
Tuesday, January 31
poems/anjan chakraborty
অঞ্জন চক্রবর্তীর ২টি কবিতা
potthei chalo.
maje maje dube jai hrode/
buji,tarpor,e amar khela noe/
tatanagarer kichhu dure/
kukurer dudh khae beche thake manabsantan
bimuro.
arekta poth tairi hochhilo dekhe/
ami tar agnikatha ar soilam na/
annapoth jar tar dike jete jete/
hotat bhengechhe snako/
ebar akas rakho,amar akastai rakho
Monday, January 30
ipoem/আজকের কবিতা সৌমিত্র রায় /soumitra roy
আজকের কবিতা
সৌমিত্র রায়
নড়ছে সুতো
ছুঁচের পোঁদে সুতো । কাঁথা । সেলাই হচ্ছে । ব্রাত্য জীবন । এফোঁড় ওফোঁড় । জীবন । নতুন হচ্ছে । জানালা খোলা । হাওয়া । চাঁদ । তালগাছের ফাঁকে ।
তালগাছের ফাঁকে । ইদুর ।
তালগাছের ফাঁকে আলো । রাত । তালগাছের ফাঁকে ।
তালগাছের ফাঁকে সিঁড়ি । ফাঁক। ওঠানামা ।
দেখা । ভাবা । শোনা । নড়ছে পাতা । শুকনো ।
নড়ছে সুতো । হাওয়ায় ।
নড়ছে আঙুল । নড়ছে চোখ । হাত । নড়ছে না ।
মাথা । নড়ছে না ।
কাল দোলপূর্ণিমা । কাল ঘেঁটুপুজোও । কাল চালকলাই ভাজা । রং ।
কাল । ভোটের জন্য ছুটি বাতিল । কাল । সকাল । আজ রাত । সিঁড়ি । ফাঁকা।
রচনার তারিখ : ১৪ মার্চ ২০০৬ সময়: সকাল ৯ টা ৫৪ মি
Sunday, January 29
iPoems by Soumitra ROy
মশারির বাইরে
ঘুম। হঠাৎ ভাঙলো। ৩টা ৪৬ । রাত। বসেছি । খাটের উপর।এলোমেলো। খাট।
এলোমেলো । আমি । কিছুটা গোছানো ।
শ্বাসপ্রশ্বাস । গোছানো । আমার । মেয়ের । স্ত্রীর ।
নাইট বাল্ব । জ্বলছে । টিউব লাইট । জ্বলছে ।
বালিশ । তারপাশে কন্ডোমের প্যাকেট । ছেঁড়া ।
কিছুই বলছে না ।
বলছে না । কিছুই । টেবিলে জলের মগ ।
শরীর বলছে । আরো একটু । অন্তত একবার । আরো ।
আরো কিছুক্ষণ ।
বাইরে পাখিরাও জাগলো । নানানভাবে ডাকছে । কথা । নানানভাবে । ভালো
লাগছে । ভালো লাগছে না । মশা । আমি এখন । মশারির বাইরে । লিখছি ।
এলোমেলো । কিছুটা গোছানো ।
লিখছি । কানে বাজছে । উড়োজাহাজ । মুরগির ডাক ।
সবথেকে বেশি । চোখ । নিভানো লন্ঠনে । তাকিয়ে আছে ।
অন্যকিছু বলছে । বলছে ।
কিন্তু বোঝা যাচ্ছে না ।
এলোমেলো । আমি । কিছুটা গোছানো ।
শ্বাসপ্রশ্বাস । গোছানো । আমার । মেয়ের । স্ত্রীর ।
নাইট বাল্ব । জ্বলছে । টিউব লাইট । জ্বলছে ।
বালিশ । তারপাশে কন্ডোমের প্যাকেট । ছেঁড়া ।
কিছুই বলছে না ।
বলছে না । কিছুই । টেবিলে জলের মগ ।
শরীর বলছে । আরো একটু । অন্তত একবার । আরো ।
আরো কিছুক্ষণ ।
বাইরে পাখিরাও জাগলো । নানানভাবে ডাকছে । কথা । নানানভাবে । ভালো
লাগছে । ভালো লাগছে না । মশা । আমি এখন । মশারির বাইরে । লিখছি ।
এলোমেলো । কিছুটা গোছানো ।
লিখছি । কানে বাজছে । উড়োজাহাজ । মুরগির ডাক ।
সবথেকে বেশি । চোখ । নিভানো লন্ঠনে । তাকিয়ে আছে ।
অন্যকিছু বলছে । বলছে ।
কিন্তু বোঝা যাচ্ছে না ।
রচনার তারিখ : ১৬ মার্চ ২০০৬ সময়: রাত ৩ টা ৪৬
Saturday, January 28
অঞ্জন চক্রবর্তী bosobas.
আজ সরস্বতী পূজা. আজ সারা দেশজুড়ে চলছে বাগদেবীর আরাধনা. শুভেচ্ছা সকলকে.
পাশাপাশি আজ শনিবার তথ্যসমাজ দিবস. তাই আজ আমাদের মোবাইল পরিষেবা ই-পোয়েমস প্রকাশিত হল .
অঞ্জন চক্রবর্তী
bosobas.
se jirno jotoi hok/
amari to ghor ,it ,kath/
amar spondon/
abiswasso bardhakke nie jabe sei
Friday, January 27
poem / আজকের কবিতা না দু:খ না সুখ নমিতা চৌধুরী / nomita chowdhury
আজকের কবিতা
না দু:খ না সুখ
নমিতা চৌধুরী
এক একদিন সকালবেলা দু:খের কাপে ঠোঁট রাখি
এক একদিন সুখের
কারুর ফোন কিংবা খবরের পাতায় চোখ বুলিয়ে
এইরকমই একদিন শুরু
বিস্কুটের গুঁড়ো মিশে কাপের তলানিতে
অবশ্য দু:খ সুখ একাকার
বেমানান শাড়ি জড়িয়ে বেরিয়ে পড়ি
নির্দিষ্ট কোন ঠিকানায়
গায়ে মাথায় অজস্র শ্যাওলা নিয়ে ফিরে আসি
না দু:খ না সুখ
একটা অদ্ভুত খোলসের মধ্যে ঢুকে যেতে থাকি
প্রধান পাতায় ফিরুন / English
Thursday, January 26
অন্ধকারের মৌতাত / সুদীপ্তা দত্ত
অন্ধকারের মৌতাত
সুদীপ্তা দত্ত
অন্ধকারের পর অন্ধকার
হেঁটে হেঁটে তৈরী করছে
সুদীর্ঘ ছায়াপথ
এই পথে আমারও আশ্রয়
অন্ধকারের ভেতর আত্মা খুলে এনে
দুদন্ড জিরোই
এখানে ভয় নেই কোনো
কারণ কেউ কারো
ছায়ার গন্ধ পায় না
ভারী গাড় এই অন্ধকারের মৌতাত
শেষ রাতে আমি অন্ধকার মেখে আলো কুড়োতে থাকি
এভাবেই কেটে যায় অনন্তকাল ......
প্রধান পাতায় ফিরুন / English
সুদীপ্তা দত্ত
অন্ধকারের পর অন্ধকার
হেঁটে হেঁটে তৈরী করছে
সুদীর্ঘ ছায়াপথ
এই পথে আমারও আশ্রয়
অন্ধকারের ভেতর আত্মা খুলে এনে
দুদন্ড জিরোই
এখানে ভয় নেই কোনো
কারণ কেউ কারো
ছায়ার গন্ধ পায় না
ভারী গাড় এই অন্ধকারের মৌতাত
শেষ রাতে আমি অন্ধকার মেখে আলো কুড়োতে থাকি
এভাবেই কেটে যায় অনন্তকাল ......
প্রধান পাতায় ফিরুন / English
Wednesday, January 25
আজকের কবিতায় anjan chakraborty
১০ মাঘ ১৪১৮ বুধবার ২৫ জানুয়ারি ২০১২
অনিবার্য কারণে গত ২৩ ও ২৪ জানুয়ারী আমাদের সমস্ত পরিষেবা বন্ধ ছিল. আমরা ক্ষমাপ্রার্থী.
আজকের কবিতা
অঞ্জন চক্রবর্তী-র ২ টি কবিতা
khuda.
se anek golpo chhilo andhakare/
kintu se andhakar pelam na,hae/
sudhu meghla dibas sudhu paoa galo/
tar roktobas aj akanta sahae
sei sakale.
ami to anker jal konomote khulechhi/
tumi koto shilpe chuler badhan alga korle/
dekhesune amar nayan chorokgachh/
tar upar uniser kobitara tortorie utchhe tokhon
প্রধান পাতায় / English
Saturday, January 21
এসপ্তাহের ePoems/ Soumitra Roy
৬ মাঘ ১৪১৮ শনিবার ২১ জানুয়ারি ২০১২
আজ শনিবার আই-সোসাইটি/তথ্যসমাজ দিবস.
আজ পাচ্ছেন আমাদের মোবাইল পরিষেবা ইপোয়েমস.
আগামীকাল রবিবার. ছুটির দিন. আমাদের সমস্ত পরিষেবা বন্ধ থাকবে.
এসপ্তাহের ePoems
(Edi:Soumitra Roy)
Ghasfule jomeche sisir. Hawa ase chuye jai.
Amar dristir usnatai ube jete thake tar shit.
Se ase.
Usna ashroy khunje kobitay.
ইকবিতা
( রচনা ও সম্পাদনা: সৌমিত্র রায় )
ঘাসফুলে জমেছে শিশির. হাওয়া আসে ছুঁয়ে যায়.
আমার দৃষ্টির উষ্ণতায় উবে যেতে থাকে তার শীত.
সে আসে.
উষ্ণ আশ্রয় খুঁজে কবিতায়.
মুহুর্তের মধ্যে পাওয়া প্রতিক্রিয়া:
অনিন্দ্যকান্তি সিংহ : Touchy. Thanks for this first edition of e-kabita.
নাসের হোসেন: খুব ভালো !!!
Subscribe to:
Posts (Atom)