Monday, February 6

Bisanna Bedroom by Mili Sengupta//মিলি সেনগুপ্ত-র কবিতা


 

বিষন্ন বেডরুম 

আমার বেডরুম  আমি  জানালার তার ফুঁড়ে আসা চাঁদের আলো  আমার রাত্রিবাস  
এত কিছু  একসাথে থাকি  
তবু একা  

তবু  আমরা প্রত্যেকেই  যে যার জায়গায়  একা  
তীব্রভাবে একা  
একা একা ঘুমিয়ে কাটাই  রাত  

No comments:

Post a Comment