Wednesday, February 8

নীলাঞ্জন কুমার-এর কবিতা /


শূন্য বিষয়ক-১ 

নীলাঞ্জন কুমার 

ভাবগতিক বুঝতে না বুঝতে পার হওয়ার পালা 
দিনরাত সরে সরে বুঝিয়ে ছাড়ছে 
শুন্যতা  

হাজারো বোকামি বয়ে কি করে খুঁজবে স্বস্তি !
অগুনতি স্বপ্ন বয়ে দোলাচলে  

ভাবগতিক বুঝতে না বুঝতে ঘা মারে হতাশা ,
সত্যি বলছি , নি:স্ব হওয়ার মজা আলাদা  

No comments:

Post a Comment