মিলি সেনগুপ্ত দৃষ্টির চেনা গন্ধ
ফুল থেকে ফুলে. একই গাছের এক ডাল থেকে অন্য ডালে.
পাতায় পাতায়. উড়েবেড়াতে দেখি তোমার উত্সুক চোখ.
কি খোঁজো. খুঁজে বেড়াও কি-এমন কিছু.
যা তোমায়
তোমার চেনা জগত. জগতের যা সব কিছু থেকে. সযত্নে সরিয়ে রাখে.
এই চেনা জগতের মাঝেও. অচেনা কি আছে.
আমার ডালপালা থেকে. তোমার দৃষ্টির চেনা গন্ধ মুছতে পারি না আমিও.
কোনদিনই পারিনি.
+++++++++++++++++++++++++
No comments:
Post a Comment