Thursday, November 3

Bengali / আ-ক / সৌমিত্র রায়

        আজকের কবিতা       





আমরা কবি । লিটল ম্যাগ করি ।

সৌমিত্র রায়

ফোন ধরার কথা । কিছু কাজ ছিল তার । যা আমি পারি না ।
যা আমি পারি না । তার জন্যই তো অন্যের অপেক্ষায় থাকা ।

ফোন ধরার কথা ছিল তার । কাজ ছিল ।
কথা বলার জন্য অপেক্ষার কথা ছিল না ।
ছিল না কাজের অপেক্ষার।

তবু অপেক্ষায় থাকা । ফোন কেটে দেওয়ার মতো......লোক যাকে ভাবি নি...
সেও ফোন কাটে.........

আমার সময়ে নয় কারো । সময় । ব্যস্ত মানুষ কাটে ফোন । কাজ পড়ে থাকে । 
আমি যাদের কথা দিই । কাজের কথা । কথা না রাখতে পারার মনখারাপ ।
খুলে বলি । তারাও থাকে অপেক্ষায় ।

আমরা কবি । লিটল ম্যাগ করি । কাগজ পাণ্ডুলিপি নিয়ে ডিটিপি সেণ্টারে লাইন দিয়ে থাকি ।
শারদ স ংখ্যা বেরোই ভাইফোটার পর । ২৫ শে বৈশাখ স ংখ্যা জৈষ্ঠ স ংক্রান্তির পর । বন্ধুদের বলি-
এই যে হয়েই এল । আর একদিন.........

ভাবি আজ মরে গেলে কাজটা আর হলই না । বন্ধুদের কথা কেন দিই কে জানে......

অনেক কিছুই নিজে শিখে নিই । সবটা পারি না । ল্যাপটপ নেট নিয়ে বসি । নিজেরটা হয়ে যায় ।
বন্ধুদের বলি...... তোমাদেরো হবে......আরো অনেক কিছুই হবে...

যেমন এখন শারদ সংখ্যা হয় ঘড়ির কাঁটা ধরে মহালয়ার ভোরে...সাতসকালে নতুন কবিতা......
তেমনই তোমাদেরো হবে......কিন্তু কিছু টেকনিক্যাল ব্যপার 
যা আমি পারি না ......তার জন্য... তার জন্যই তো  অপেক্ষায় থাকতেই হবে ।

No comments:

Post a Comment