সৌমিত্র রায়
প্রতিনিধি
তুমিই সর্বশক্তিমান নও. হে মমতা.
কেড়ে নেবে গনতন্ত্র. স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার. কেড়ে নেবে.
এমন শক্তিমান নও. এত শক্তিধারী নও হে.
ভেবে দেখো. কে তোমায় শক্তি দিয়েছে. কাদের শক্তিতে শক্তিমান তুমি.
হে মুখ্যমন্ত্রী. পরিবর্তনের উজ্জ্বল অভিনয়ে উজ্জ্বলিত মমতা.
কেড়ে নেবে সম্মানিতের মান. তুমি কি এতই শক্তিমান !
তোমার বিশ্বাস-এ ফিরে এসো. হয়ো না বিশ্বাসভঙ্গের আরো এক মুখ.
ফিরে এসো. বাস্তবের মা-মাটি-মানুষের সম্মানিত পরিবর্তনের প্রতিশ্রুতির রাজনীতিতে.
ফ্যাসিসিজম মানুষের শেষ কথা নয়. দাও সত্যিকারের গনতন্ত্রের স্বাদ. হে জনগনের প্রতিনিধি.
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
প্রতিনিধি
তুমিই সর্বশক্তিমান নও. হে মমতা.
কেড়ে নেবে গনতন্ত্র. স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার. কেড়ে নেবে.
এমন শক্তিমান নও. এত শক্তিধারী নও হে.
ভেবে দেখো. কে তোমায় শক্তি দিয়েছে. কাদের শক্তিতে শক্তিমান তুমি.
হে মুখ্যমন্ত্রী. পরিবর্তনের উজ্জ্বল অভিনয়ে উজ্জ্বলিত মমতা.
কেড়ে নেবে সম্মানিতের মান. তুমি কি এতই শক্তিমান !
তোমার বিশ্বাস-এ ফিরে এসো. হয়ো না বিশ্বাসভঙ্গের আরো এক মুখ.
ফিরে এসো. বাস্তবের মা-মাটি-মানুষের সম্মানিত পরিবর্তনের প্রতিশ্রুতির রাজনীতিতে.
ফ্যাসিসিজম মানুষের শেষ কথা নয়. দাও সত্যিকারের গনতন্ত্রের স্বাদ. হে জনগনের প্রতিনিধি.
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
No comments:
Post a Comment