আজকের কবিতা
১২ অগ্রহায়ণ ১৪১৮ মঙ্গলবার ২৯ নভেম্বর ২০১১
সৌমিত্র রায়
থাকে অন
সকাল বেলার শীত. সোয়েটার. দিনের প্রথম রোদ. আর আমার আনন্দ.
এভাবেই আমার আজকের দিন.
আমার আনন্দ সকাল বেলার শীতে.
শীতে. আর দিনের প্রথম রোদে. আনন্দ. শীতে. আনন্দ. রোদে.
ভোরের বেলার আনন্দ. ল্যাপটপের স্ক্রিন থেকে বিচ্ছুরিত আলোয়.
আলোয় আমার আনন্দ.
আমার আনন্দে আছে চারটে দেওয়াল. আর দেওয়ালের চারপাশের খবরাখবর.
দিনের প্রথম খবর প্রথম পড়ি অনলাইনে.
আমার লাইন থাকে অন. অফ থাকে না কখনো.
পারো তো লুটেপুটে নাও আমার মতোই. আনন্দ. অনলাইনের.
_____________________________________________
১২ অগ্রহায়ণ ১৪১৮ মঙ্গলবার ২৯ নভেম্বর ২০১১
সৌমিত্র রায়
থাকে অন
সকাল বেলার শীত. সোয়েটার. দিনের প্রথম রোদ. আর আমার আনন্দ.
এভাবেই আমার আজকের দিন.
আমার আনন্দ সকাল বেলার শীতে.
শীতে. আর দিনের প্রথম রোদে. আনন্দ. শীতে. আনন্দ. রোদে.
ভোরের বেলার আনন্দ. ল্যাপটপের স্ক্রিন থেকে বিচ্ছুরিত আলোয়.
আলোয় আমার আনন্দ.
আমার আনন্দে আছে চারটে দেওয়াল. আর দেওয়ালের চারপাশের খবরাখবর.
দিনের প্রথম খবর প্রথম পড়ি অনলাইনে.
আমার লাইন থাকে অন. অফ থাকে না কখনো.
পারো তো লুটেপুটে নাও আমার মতোই. আনন্দ. অনলাইনের.
_____________________________________________
No comments:
Post a Comment