Friday, November 4

Bengali / আ-ক / মিলি সেনগুপ্ত

         আজকের কবিতা    



মিলি সেনগুপ্ত

 বেশি পাই

নিজের জন্য কিছুই না রেখে । তোমাদের যা কিছু সবটাই দিই।
তা সবের অনেক বেশি পাই । ফিরে ।
অথচ তা ভাবিনি পাবো বলে । কখনো ভাবিনি ।

তবুও জানি না কত কিছু নিজের বলে আগলে রাখি আজও । জানি না কেন।

No comments:

Post a Comment