Wednesday, December 14

ঘোষণা::::: iSociety-তথ্যসমাজ: প্রথম প্রজন্ম

গত ১৩ ডিসেম্বর থেকে এসেছে নতুন ব্লগ :

iSociety-তথ্যসমাজ: প্রথম প্রজন্ম

 

FROM  Tuesday, 13 December 2011 

iSociety-তথ্যসমাজ: প্রথম প্রজন্ম

iSociety-তথ্যসমাজ: প্রথম প্রজন্ম 
iSociety-তথ্যসমাজ -এর দ্বিতীয় প্রজন্মের জন্য কার্যক্রমের প্রস্তুতি চলছে. ২০১২ সালের ১ জানুয়ারী থেকেই দ্বিতীয় প্রজন্মের জন্য কার্যক্রম শুরু হচ্ছে. সুতরাং ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আমাদের প্রথম প্রজন্মের জন্য ঠিক কি ধরনের পরিষেবা দেওয়া হয়েছিল এবং তাঁদের কার্যক্রমই বা কী ছিল -তার একটা সুস্পস্ট ধারনা দেওয়া অত্যন্ত জরুরী বলে মনে করছি. অন্তত সম্পাদক হিসেবে আমার এই দায়িত্ব থেকেই যায়.
আজ ১৩ ডিসেম্বর ২০১১. দুপুর ২টা বেজে ১৬ মিনিট. এই আলোচনাটি শুরু করছি আমার ঠাকুরপুকুর হাউসিং, ফেজ-১ -এর ফ্ল্যাটে. নতুন ফ্ল্যাট. গত ১০ ডিসেম্বর গৃহপ্রবেশ করেছি. এ পর্যন্ত আমাদের প্রধান কার্যালয় বা যোগাযোগ কেন্দ্র ছিল পশ্চিম মেদিনীপুরের সিংহপুর. এখনো তা একমাত্র কার্যালয় ও প্রধান যোগাযোগ কেন্দ্র হিসেবেই থাকছে. আর এখানে কলকাতা বা তত্সংলগ্ন যোগাযোগের নতুন এক কেন্দ্র হল. এই যা. আমাদের দ্বিতীয় প্রজন্ম পরিষেবার এটিও অন্যতম. আজকের এই আলোচনার শুরু এখানেই. এখন কয়েকদিন এখানে থাকছি. কয়েকদিনের মননিবেশে লেখাটিকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আশা রাখছি. আশা রাখছি ছোট ছোট প্রতিবেদন আংশিক বা পূর্ণাঙ্গভাবে প্রতিদিনই পেয়ে যাবেন ব্লগে.
নিয়মিত  পড়ুন নিম্নলিখিত লিঙ্ক-এ :

iSociety-তথ্যসমাজ: প্রথম প্রজন্ম

No comments:

Post a Comment